ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

গণ বিশ্ববিদ্যালয়ে শেষ হলো তারেক মাসুদ চলচ্চিত্র উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, মে ১১, ২০১১

ঢাকা: গণ বিশ্ববিদ্যালয় আয়োজিত তারেক মাসুদ এবং ক্যাথরিন মাসুদ পরিচালিত চলচ্চিত্র নিয়ে আয়োজিত সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব শেষ হলো ১১ মে বুধবার।

বুধবার বেলা ২ টায় প্রখ্যাত শিল্পী এস এম সুলতানের জীবন ও কর্ম নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘আদম সুরত’ ও মুক্তিযুদ্ধের সাধারণ মানুষের অসাধারণ অবদান ভিত্তিক পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুক্তির কথা’ প্রদর্শনের মধ্যে দিয়ে শেষ হয়েছে এই বিশেষ চলচ্চিত্র উৎসব।

উৎসবে প্রদর্শিত তারেক মাসুদ নির্মিত ‌অন্য ছবিগুলোর মধ্যে ছিল `মুক্তির গান`, `মাটির ময়না`, ‌`অন্তর্যাত্রা`,‌ `রানওয়ে` প্রভৃতি।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।