ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

একা আছি ভালোই আছি : বিপাশা বসু

দিলশাদ জাহান এ্যানী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, মে ১১, ২০১১

বিপাশা বসু জন আব্রাহামের সাথে ৯ বছরের সম্পর্কে ইতি টেনে বর্তমানে একাই আছেন। তার জীবনে নতুন আরেকজনের আগমন ঘটেছে শোনা গেলেও বিপাশা এটি নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

বলেছেন একাকী জীবনটা নাকি তিনি বেশ উপভোগ-ই করছেন।

সাম্প্রতিক সময়ে প্রকাশিত এক সাক্ষাৎকারে বিপাশা বলেছেন, আমি ১৫ বছর বয়সে প্রথম প্রেমে পড়ি আর ১৭ বছর বয়সে  সেই সম্পর্ক ভেঙ্গে যায়। এরপর আমার আরো ৩ জনের সঙ্গে সম্পর্ক উঠেছিল। সবগুলোই ভেঙে গেছে। বর্তমানে আমি সম্পূর্ণ একা আছি, ঠিক যেমন  ১৭ বছর বয়সে ছিলাম। ভালোই আছি।

জন আব্রাহামের সঙ্গে সম্পর্কের আগে বিপাশার সম্পর্ক ছিল দিনো মোরিয়ার সঙ্গে। একটি সম্পর্ক ভেঙে যাবার পর আরেকটি সম্পর্ক গড়ে তুলতে বিপাশা তখন খুব বেশি সময় নেন নি। এবার তাই অনেকে কৌতুহল নিয়ে তার দিকে তাকিয়ে আছেন, কতদিন তিনি একা থাকবেন? একা থাকা প্রসঙ্গে তিনি বলেছেন, নতুন কাউকে খুঁজে নেব কিনা এটি পুরোপুরি পরিস্থিতির উপর নির্ভর করবে। তবে এই মুহূর্তে আমি নতুন কারো সঙ্গে সম্পর্কে জড়াতে চাচ্ছি না ।

বিপাশা বসু অবশ্য  স্বীকার করে নিয়েছেন  যে, জনের সঙ্গে সম্পর্ক থাকার সময়টা ছিল উপভোগ্য এবং আমার চমৎকার কিছু সময় কাটিয়েছি। তবে সম্পর্ক ভেঙে যাওয়ায় আমি নিজেকে ভাঙতে রাজি নই মোটেও। আমার মতো আমি আছি।

বর্তমানে বিপাশা বসু ব্যস্ত নতুন ছবি আব্বাস-মুস্তানের রিমেক ‘দি ইতালিয়ান জব’-এর শুটিং নিয়ে। এ ছবিতে আরো আছেন অভিষেক বচ্চন, সানম কাপুর, ববি দেওল ও নীল নিতিন মুকেশ। এছাড়াও বিপাশা সম্প্রতি হলিউডের একটি ছবির কাজ শেষ করেছেন এবং ছবিটি নিয়ে তিনি অনেক আশাবাদী।

হলিউডের ছবিতে অভিনয়ের ব্যাপারে বিপাশার বন্ধু প্রযোজক-নির্মাতা হীরাজ মারফাতিয়া তাকে সাহায্য করেছেন। এক বছর আগে হীরাজ বিপাশাকে রোল্যান্ডের সাথে পরিচয় করিয়ে দেয় এবং পরবর্তীতে রোল্যান্ড বিপাশাকে ছবিটিতে ব্রেক দেয়। বিপাশা ছবিটি সম্পর্কে বলেন, ছবিটি লাভ ষ্টোরী নিয়ে আর আমি এতে মারাঠী সৈনিক হিসেবে অভিনয় করছি এবং আমার সাথে আছে জোশ হার্টনেট ও অভয় দেওল।

বাংলাদেশ সময় ২১২০, মে ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।