ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

হঠাৎ বৃষ্টির পর ফেরদৌসের হঠাৎ সেদিন

জাবেদ ইকবাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, জুলাই ৯, ২০১১

ক্যারিয়ারের শুরুটা করে ছিলেন বাসু চ্যাটার্জীর হাত ধরেই। ‘হঠাৎ বৃষ্টি’ ছবির মধ্য দিয়েই নায়ক ফেরদৌস এপার-ওপার দুই বাংলাতেই জনপ্রিয় হয়ে উঠেন।

সেই ফেরদৌস-ই আবারো অভিনয় করেছেন বাসু চ্যাটার্জীর নতুন ছবিতে। ইন্দো-বাংলা প্রযোজিত নতুন এই ছবির নাম ‘হঠাৎ সেদিন’।

ছবিটি প্রসঙ্গে ফেরদৌস বাংলানিউজকে বলেন, ‘হঠাৎ সেদিন’ ছবিটি মূলত ত্রিভুজ প্রেমের মিষ্টি গল্প। দুই বাংলার দুই ভালবাসার মানুষকে ঘিরে ছবির কাহিনী।

বিশাল বাজেটের এই ছবিতে ফেরদৌস ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নায়িকা নিপুণ, কলকাতার নবাগত রিদিমা ঘোষসহ অনেকে।

ছবির পরিচালনায় রয়েছেন বাসু চ্যাটার্জি। সঙ্গীত পরিচালনা করবেন বাংলাদেশের ইমন সাহা। ব্য গানে কন্ঠ দিবেন কলকাতার নচিকেতাসহ নামিদামি শিল্পীরা।

এরইমধ্য কলকাতায় ছবির কিছু অংশের দৃশ্যধারণ করা হয়েছে। আগামী ২০ জুলাই ছবির কলাকুশলীরা বাংলাদেশে এসে ছবির মূল কাজ শুরু করবেন বলে প্রযোজনা সূত্রে জানা যায়।

বর্তমানে ফেরদৌস কলকাতার বেশ কিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এর মধ্যে ‘খোকাবাব’, ‘তুমি যদি আমার হতে’, ‘কাম ব্যাক’ উল্লেখযোগ্য। ফেরদৌসের নিজের প্রযোজিত ‘এক কাপ চা’ ছবির কাজও এখন শেষ পর্যায়ে। ছবিটি সামনের ঈদ উল আজহাতে মুক্তি পাবার সম্ভাবনা রয়েছে বলে ফেরদৌসের প্রযোজনা প্রতিষ্ঠান নুজহাত ফিল্মস সূত্রে জানা যায়।

বাংলাদেশ সময় ০০১৫, জুলাই ৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।