ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

দুবাইয়ে এনটিভির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাশিদুল ইসলাম বোরহান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১১

আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের শেখ রাশেদ অডিটেরিয়ামে এনটিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন হয়। এ উপলক্ষে বাংলাদেশী ক্লোজ আপ ওয়ান ও চিত্র তারকাদের নিয়ে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।


 
সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাবসায়ী মাহতাবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই কনসাল জেনারেল মোহাম্মদ আবু জাফর, এন টি ভির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান ও পরিচালক লুৎফর রহমান প্রমুখ।


ঈশরাত জাহানের পরিচালনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও কৌতুক পরিবেশন করেন শিল্পীরা। ক্লোজ আপ তারকা ফারহা, মুনমুন, নিশা, শশী, সাব্বির, তুহিন, চিত্র তারকা টেলিসামাদ এবং কন্ঠশিল্পী  আলাউদ্দিন এর পরিবেশনায় হাজার হাজার প্রবাসী দর্শকদের মাতিয়ে রাখে। পরে এনটিভির চেয়ারম্যান শিল্পী , কলা কূশলীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট উপহার দেন।


বাংলাদেশ সময় ১০১৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।