ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঢাকায় মোস্ট ওয়েলকাম স্নেহা উল্লাল

বিপুল হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১১

বলিউড নায়িকা স্নেহা উল্লাল ঢাকায় আসছেন চলতি জুলাই মাসের তৃতীয় সপ্তাহে। বাংলাদেশের ছবি ‘মোস্ট ওয়লকাম’- তিনি অভিনয় করছেন।

ছবির শুটিংয়ে অংশ নেওয়ার জন্য সপ্তাহখানেক তিনি ঢাকায় অবস্থান করবেন বলে প্রযোজন সূত্রে জানা গেছে।

‘মোস্ট ওয়েলকাম’ ছবিটি পরিচালন করছেন অনন্য মামুন। মুনসুন ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনায় রয়েছেন এম এ জলিল অনন্ত। এরই মধ্যে মুম্বাই ও ব্যাংককে ছবির কিছু অংশের শুটিং শেষ হয়েছে। তাতে অংশ নিয়েছেন স্নেহা। ছবির বাকি অংশের শুটিং ঢাকাতেই হবে। ছবিতে স্নেহা উল্লালের বিপরীতে অভিনয় করছেন অনন্ত।

ছবির শুটিংয়ের প্রস্তুতির কথা জানিয়ে পরিচালক অনন্য মামুন বলেন, এরই মধ্যে ছবির বেশিরভাগ ভাগ কাজ শেষ করেছি আমরা। ব্যাংককসহ আশপাশের বিভিন্ন জায়গায় বেশ কয়েকদিন ছবিটির শুটিং করেছেন স্নেহা। তাকে নিয়ে এবার বাংলাদেশে কিছু দৃশ্যের শুটিং করবো। আর এজন্যই তার বাংলাদেশে আসা। এফডিসির ৯ নম্বর ফ্লোরে ছবিটির ইনডোর শুটিং করবো আমরা। স্নেহা উল্লালের দৃশ্যধারণের মাধ্যমেই ছবির বাদবাকি কাজ শেষ হবে।

স্নেহা উল্লাল তেলেগু ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে বলিউডে কাজ করা শুরু করেন।
চলচ্চিত্রে ৭ বছরের ক্যারিয়ারের স্নেহা এবারই প্রথম বাংলা ভাষা ও বাংলাদেশের ছবিতে প্রথম অভিনয় করছেন।

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের মাসকাট শহরে জন্ম নেয়া স্নেহা উল্লাল বলিউড সুপারস্টার সালমান খানের ছোট বোন অর্পিতা খানের বান্ধবী। অর্পিতা খানের মাধ্যমেই সালমানের সঙ্গে তার পরিচয় হয়। এরপর সালমানের সঙ্গে প্রথম অভিনয় করেন ‘লাকি-নো টাইম ফর লাভ’ ছবিতে। এরপর একে একে ‘এরিয়ান’, ‘জানি ভি দো ইয়ারন’, ‘কাশ মেরে হোতা’, ‘ক্লিক’সহ বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেন। পাশাপাশি স্নেহা তেলেগু, কেন্নাডা ও ইংরেজি ছবিতেও অভিনয় করছেন । এসব ছবির মধ্যে উল্লেখযোগ্য হলো  ‘উল্লাছামগা উৎছাহামগা’, ‘নেনু মিকু তেলুছা..?’, ‘কারেন্ট’, ‘কিঙ্গ’, ‘ভারুদু’, সিমহা’, ‘এলা মডেলাইন্দি’, ‘দেবী’, ‘গান্ধী পার্ক’ প্রভৃতি।

বলিউডের সুপার হিরোইন ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে স্নেহা উল্লালের চেহারায় আশ্চর্য মিল খুঁজে পাওয়া যায়। প্রথম যখন স্নেহা বলিউডে কাজ করতে আসেন, তখন অনেকেই তাকে ঐশ্বর্যের সহোদর বলে মনে করেছিলেন।

বাংলাদেশ সময় ২৩৩০, জুলাই ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।