ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঈদে অরিনের তিনটি মিক্সড অ্যালবাম

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১১

এই সময়ের একটি তুমুল জনপ্রিয় গান ‘এর বেশি ভালোবাসা যায় না ’, শফিক তুহিনের ‘স্বপ্ন এবং তুমি’ একক অ্যালবামের এ গানটি এখনো সবার মুখে মুখে। গানটিতে শফিক তুহিনের সঙ্গে দ্বৈত কন্ঠ দিয়েছেন তাসমিনা অরিনও।

চট্রগ্রামের মেধাবী সঙ্গীতশিল্পী অরিন, এবার ঈদে তিনটি মিক্সড অ্যালবামে গান করেছেন।  

 এ গানটির পাশাপাশি ‘আমির ফিচারিং জন্ম’, ‘শব্দে ঢাকা ১২০০’, ‘শফিক তুহিন ডট কম’, ‘বাংলা ইয়থ প্রজেক্ট’ অ্যালবামের বেশ কয়টি জনপ্রিয় গানে কন্ঠ দিয়েছেন অরিন। এছাড়া বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রকাশ পাওয়া ‘জয় করবে বাংলাদেশ’ অ্যালবামেও গান গেয়েছেন তিনি। আসছে ঈদের জন্য তিনটি মিক্সড অ্যালবামের কাজ করছেন অরিন। পার্থ বড়–য়া, এস আই টুটুল, পড়শী ও আরফীন রুমীর সঙ্গে নাম চুড়ান্ত না হওয়া মিক্সড অ্যালবামে থাকছে তার গান। ডিজে ইমনের সঙ্গীতায়োজনে একটি মিক্সড অ্যালবাম ও মোহন খানের আয়োজনে নাম চুড়ান্ত না হওয়া মিক্সড অ্যালবামেও অরিন কণ্ঠ দিচ্ছেন। এছাড়া ঈদের পর আরো দুটি মিক্সড অ্যালবামে কন্ঠ দেয়ার কথা রয়েছে অরিনের।
 
নতুন অ্যালবামের গান গাওয়া প্রসঙ্গে অরিনের বলেন, ‘আমি সব সময়ই শ্রোতাদের ভালো মানের রুচি সম্মত গান উপহার দিতে চাই। প্রতিদিন শত শত গান গাওয়ার পক্ষে আমি নই। ক্যারিয়ারের শুরুতে শ্রোতা ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে যে পরিমাণ ইতিবাচক সাড়া পেয়েছি তা অনেক বড় পাওয়া আমার জন্য। আমার বিশ্বাস, নতুন অ্যালবামের গানগুলো শ্রোতাদের অনেক ভালো লাগবে। ’

বাংলাদেশ সময় ১৬২৫, জুলাই ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।