ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বিয়ে করবেন না সজল

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জুলাই ১২, ২০১১

এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সজল সিদ্ধান্ত নিয়েছেন, বিয়ে করবেন না। ধনী পরিবারের একমাত্র সন্তান সজলকে নিয়ে তাই পরিবারের সবাই ভীষণ চিন্তিত।

কিন্তু কিছুতেই সজলকে বিয়েতে রাজি করানো যাচ্ছে না।

সোহেল আরমান এর রচনা ও পরিচালনায়একক নাটক ‘আমি বিয়ে করব না’ -তে সজলকে এভাবেই দেখা যাবে। নাটকের গল্পে দেখা যাবে ধনী পরিবারের এক মাত্র সন্তান সজল। ফুপু চিত্রলেখা গুহ তাকে খুবই আদর করে। সজলের কৃপণ বাবা আমজাদ হোসেন ছেলের ভবিষ্যত নিয়ে খুবই উদ্বিগ্ন। ছেলের সঙ্গে যে সব মেয়ে মেলামেশা করে তাদের কাউকেই ছেলের বউ হিসেবে ভাল লাগে না বাবার। তাই গ্রাম থেকে বন্ধুর মেয়েকে নিয়ে আসে সজলের সাথে বিয়ে দেবার জন্যে। বিয়েতে রাজি না হবার কারনে সজলকে হাত পা বেঁধে রুমের ভেতর আটকে রাখা হয়। এক পর্যায়ে অসুস্থ হয়ে পরে সজল । তার সেবা যতেœর ভার পরে মম’র উপর । এভাবে নাটকের গল্প এগিয়ে যায়।

‘আমি বিয়ে করব না’ নাটকটিতে অভিনয় করেছেন সজল, মম, সোহেল আরমান, আমজাদ হোসেন, চিত্রলেখা গুহ ও আরো অনেকে। নাটকটি প্রচারিত হবে আসছে ঈদে ।

বাংলাদেশ সময় ১৭১৫, জুলাই ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।