ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কারিনার নতুন মিশন

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১১

বলিউডের জনপ্রিয় নায়িকা কারিনা কাপুর হাতে নিয়েছেন নতুন মিশন। এবার তিনি মন্দাকিনী চরিত্রে অভিনয় করবেন।

‘ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই ২’ ছবিতে দেখা যাবে  বেবো গার্লকে।

গেল বছর ‘ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই’ ছবির অসামাণ্য সফল্যের পর এই বছর ছবিটির সিক্যুয়েল নির্মাণ করছেন পরিচালক মিলান লুথ্রিয়া ও প্রযোজক একতা কাপুর। ছবির বিষয়বস্তু ছিল ক্রাইম ওয়ার্ল্ড ভিত্তিক।

আগের ছবিটির সাথে মিল রেখেই নতুন ছবিটির নাম রাখা হয়েছে ‘ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই ২’। প্রথম ছবিটিতে
ডন দাউদ ইব্রাহিমের চরিত্রে ছিলেন ইমরান হাশমি। ছবিটির সিক্যুয়েলে দাউদের এই চরিত্রটিতে অভিনয় করছেন অক্ষয় কুমার। তবে মন্দাকিনীর চরিত্রটি কে করবেন এই নিয়ে ছিল সংশয়।

মন্দাকিনী চরিত্রটির জন্যে বেশ কিছু নায়িকাকে চিন্তায় রেখেছিলেন পরিচালক। প্রথমে পছন্দ ছিল সোনাক্ষী, তারপর কাটরিনা কাইফ এবং সবশেষে প্রিয়াঙ্কা। তবে কারো সঙ্গেই শিডিউল না মেলায় শেষপর্যন্ত কারিনাকেই এই চরিত্রে বেছে নেওয়া হয়।

বাংলাদেশ সময় ১৯৩০, জুলাই ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।