ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কনার কণ্ঠে প্রতিবাদের গান

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১১

আমাদের দেশের এই সময়ের এক ভয়াবহ সামাজিক ব্যাধি ইভটিজিং । এই অনাচারের বিরুদ্ধে এবার প্রতিবাদের গান গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কণা।



‘চাই না নির্যাতন, বন্ধ করো ইভটিজিং’ শিরোনামের এই দ্বৈতগানটিতে কণার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু। গানটির সুর-সংগীতায়োজনে কাজটিও করেছেন তিনি। গানটি লিখেছেন এস এম মাহবুবুল আলম।

ইবরার টিপুর মগবাজারের স্টুডিওতে সম্প্রতি প্রতিবাদের এই গানটির রেকর্ডিং শেষ হয়েছে। ইভটিজিং বিষয়ে সচেতনতামূলক এ গানটি তৈরি করা হয়েছে একটি মিক্সড অ্যালবামের জন্য ।

গানটি  প্রসঙ্গে কণা বলেন, পৃথিবীর নানা দেশেই দিকে সামাজিক সচেতনতা বিষয়ে অনেক হয়ে থাকে। জনপ্রিয় শিল্পীরা সেসব গানে কণ্ঠ দিয়ে থাকেন। কিন্তু আমাদের দেশে এ ধরণের উদ্যোগ তুলনামূলক কম। সবাই কেবল বাণিজ্যিক চিন্তাভাবনা করেন, সমাজ সচেতনতা নিয়ে ভাবার সময় নেই অনেকেরই। এবার এরকম একটি কাজে অংশ নিতে পারায় আমার খুব ভালো লাগছে। পত্রিকার পাতা উল্টালেই ইভটিজিংয়ের ভয়াবহতা দেখে শঙ্কিত হতে হয়। এ গানটি এর বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ভূমিকা পালন করবে বলে আশা করি।

বাংলাদেশ সময় ১৮২৫, জুলাই ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।