ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

‘ছেলেটি’ ছবির শুটিং শেষে নায়করাজ রাজ্জাক

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১১

চলচ্চিত্র নির্মাতা সামিয়া জামানের পরিচালনায়  সরকারী অনুদানপ্রাপ্ত ছবি ‘ছেলেটি’। ছবিতে একজন অবসরপ্রাপ্ত ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করছেন নায়করাজ রাজ্জাক।

ছবিটিতে তার বিপরীতে অভিনয় করছেন শর্মিলী আহমেদ। গত প্রায় দশদিন ধরে তিনি এই ছবির শুটিং-এই গাজীপুরের হোতাপাড়ার খতিব খামার বাড়িতে যাওয়া-আসা করছেন।

নায়করাজ রাজ্জাক পারিবারিক কাজ থাকায় গত ১৬ জুলাই শুটিং শেষ করে তাড়াতাড়ি বাসায় ফেরার জন্য বিকাল চারটায় হোতাপাড়া থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু বাসায় আর তাড়াতাড়ি ফেরা হলো না তার। ঐদিন পথে এতোটাই জ্যাম ছিলো যে বাসায় ফিরতে ফিরতে তার ছয় ঘন্টা লেগে যায়। গুলশানের বাসায় ফিরতে ফিরতে তার রাত দশটা বেজে যায়। এই দীর্ঘ সময় রাজ্জাক ট্রাফিক জ্যামেই আটকে ছিলেন। জ্যামে বসে থেকে খানিকটা অসুস্থ হয়ে পড়েন তিনি।

নায়করাজ রাজ্জাক বলেন, ‘আমার এই দীর্ঘ জীবনে কখনোই এতো লম্বা জ্যামের মুখোমুখি হইনি। গাজীপুরের এই রাস্তটি খুবই গুরুত্বপূর্ণ একটি হাইওয়ে। এই রাস্তায় ট্রাফিক আইন কোনভাবেই নিয়ন্ত্রিত নয়। যে যেভাবে খুশি গাড়ি পার্কিং করে রাখছেন, যেভাবে খুশি গাড়ি চালাচ্ছেন। মানুষের জীবনের এই যে দুর্ভোগ এর প্রতিকার হওয়া খুবই জরুরী। সরকারের এইদিকে বিশেষভাবে দৃষ্টি দেয়া উচিত। এভাবে লম্বা জ্যামে বসে থাকলে অনেকেই অসুস্থ হয়ে পড়বে। ’

নায়ক রাজ রাজ্জাক জানান, ‘ছেলেটি’ ছবি ছাড়াও আরো দুটি ছবির কাজ শেষ করেছেন। ছবি দুটো হচ্ছে অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি ’ এবং অনন্য মামুন পরিচালিত ‘মোস্ট ওয়েলকাম’। ঈদের পর তিনি তার প্রযোজনা সংস্থা থেকে নতুন ছবি নির্মাণের ঘোষণা দেবেন বলে বাংলানিউজকে জানান।

বাংলাদেশ সময় ১৮৩০, জুলাই ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।