ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আইটেম সঙে লাক্স-তারকা বিপাশা কবির

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১১

বলিউডের ছবিতে এখন আইটেম সঙের ছড়াছড়ি। ক্যাটরিনা, মল্লিকা, দীপিকার মতো টপ-হিরোইনরা এইসব আইটেম সঙে পারফর্ম করছেন।

বলিউডের প্রভাবে ঢালিউডের ছবিতেও যোগ হয়েছে আইটেম সঙ। শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ ছবিতে এরকমই এক আইটেম সঙে পারফর্ম করলেন লাক্স-তারকা বিপাশা কবির।

২০০৯ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরাদের মধ্যে অন্যতম বিপাশা কবির। বিজ্ঞাপনের মডেল হবার পাশাপাশি এরই মধ্যে তিনি বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন। মডেলিং এবং নাটকে অভিনয়ে নিয়মিত হলেও ভালো গল্পের ভালো চলচ্চিত্রে সবসময়ই আগ্রহী ছিলেন বিপাশা কবির। সেই আগ্রহের কিছুটা হলেও এরই মধ্যে পূরণ হয়েছে তার। শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ ছবিতে তিনি একটি আইটেম গানে পারফর্ম করেছেন। গত সপ্তাহে এফডিসিতে গানটির দৃশ্যায়ণ হয়। শওকত আলী ইমনের সুর ও সঙ্গীতায়োজনে গানটি গেয়েছেন এই সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী মিলা। সাইফ খান কালুর কোরিওগ্রাফিতে আইটেম গানটিতে পারফর্ম করে বিপাশা কবির বেশ আনন্দিত।

প্রথমবার চলচ্চিত্রের আইটেম সঙে কাজ করা প্রসঙ্গে বিপাশা কবির বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অনেক ছবিতেই এখন আইটেম সঙ ব্যবহার করা হচ্ছে। একটি আইটেম সঙই ছবির প্রচারণাকে অনেক বাড়িয়ে দেয়। আমি যে গানটিতে পারফর্ম করেছি এই গানটিও অনেক ভালো হয়েছে। গানটির দৃশ্যায়ণে একটু নয় অনেকটাই ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে। আমার বিশ্বাস সব দর্শকেরই গানটি ভালোলাগবে। ’  

আইটেম সঙে লাক্সতারকা বিপাশা কবিরকে নেয়া প্রসঙ্গে ছবির অন্যতম পরিচালক শাহীন বলেন, ‘একজন গ্ল্যামারাস তারকাকেই আমরা মূলত খুঁজছিলাম এই আইটেম সঙটিতে পারফর্ম করানোর জন্য। বিপাশা কবিরকে গানটির জন্য পারফেক্ট বলে মনে করেছি। তাই তাকে নিয়েই কাজটি করলাম। আশা করি তার পারফর্ম্যান্স দর্শকের ভালো লাগবে। ’

ছোটপর্দায় বিপাশা কবির অভিনীত অনএয়ার হওয়া নাটকের মধ্যে উল্লেখযোগ্য শাহরিয়ার নাজিম জয়ের ‘আর যাবোনা এভারেস্ট’, মোঃ বদরুলের ‘নীল চোখে জোছনা রাত’, হিমু আকরামের ‘জলছাপ’, ইফতেখার আহমেদ ফাহমির ‘ফিফটি ফিফটি’ , আখতারুজ্জামানের ‘মহল্লার ভাই’ প্রভৃতি।

বাংলাদেশ সময় ১৭৪০, জুলাই ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।