ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আবার সেই জুটি চঞ্চল-মিলি

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১

‘মনপুরা’ ছবির জনপ্রিয় জুটি চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি আবার জুটি বেঁধে আসছেন দর্শকদের সামনে। এবার তারা জুটি বেঁধে অভিনয় করেছেন পল্লীকবি জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘নকশী কাঁথার মাঠ’ অবলম্বনে একটি টেলিফিল্মে।



‘নকশী কাঁথার মাঠ’ টেলিফিল্মটির চিত্রনাট্য লিখেছেন ফরহাদ লিমন ও পরিচালনা করেছেন রাজীব হাসান। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং ফারহানা মিলি। ঈদের পশ্চম দিন বেলা ৩টায় টেলিফিল্মটি দিগন্ত টেলিভিশনে প্রচার হবে।

আবহমান গ্রামবাংলার বাস্তব চরিত্রগুলো উঠে এসেছে এ টেলিফিল্মে। এতে দেখা যাবে, বৃষ্টি নামানিয়া গীত গাওয়ার জন্য সখিদের সঙ্গে সাজু (ফারহানা মিলি) চাল তুলতে আসে রুপাইদের (চঞ্চল চৌধুরী) বাড়ি। সখিদের সঙ্গে সাজুকে দেখে চোখ ফেরাতে পারে না রুপাই। মাচা তৈরি করার জন্য বাঁশ কাটতে পাশের গ্রামে যায় রুপাই। বাঁশের বাগানে সাজুকে দেখে চমকে ওঠে সে। এতে আরও অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা, সাবিহা জামান, শেখ মু. শাহজাহান, আসমা আখতার মুক্তা, পলাশ খান প্রমুখ।

বাংলাদেশ সময় ২১৩৫, আগস্ট ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।