ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বিপাশার অতিথি শমী ও মিমি

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১

নব্বুই দশকের ছোটপর্দার দর্শকনন্দিত দুই অভিনেত্রী শমী কায়সার ও আফসানা মিমি এই ঈদে অতিথি হচ্ছেন সেই সময়ের আরেক জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াতের। বাংলাভিশনের ঈদ স্পেশাল সেলিব্রিটি শো ‘বিপাশার অতিথি’ অনুষ্ঠানে এই তিন তারকাকে একসঙ্গে আড্ডা দিতে দেখা যাবে।

 অনুষ্ঠানটি প্রচার হবে  বাংলাভিশনে ৪ আগস্ট রবিবার রাত ৯টা ৪০ মিনিটে।


বিপাশা হায়াত আড্ডার শুরুতেই বললেন, ‘আমাদের তিনজনের কত দিন পরে দেখা হলো। ’ আফসানা মিমি ও শমী কায়সার অনেক ভেবে বললেন, ‘প্রায় দেড় বছর পরে মনে হয়। ’ বিপাশা আরো বললেন, ‘আমার একটা নাটক দেখে শমী আমাকে ফোন করে বললো, ‘বিপাশা তোমার নাটকটা তো অনেক ভালো হয়েছে। এখন আমার নাটক তো আর কেউ দেখবে না। ’ বলেই হো হো করে হেসে উঠলেন তিনজন। আফসানা মিমি বললেন, ‘এই খুত খুতে ভাবের জন্য শমী অনেক বকা খেয়েছে‘।

বাংলাভিশনের ঈদের জন্য নির্মিত ‘বিপাশার অতিথি’ অনুষ্ঠানে এভাবেই আড্ডা দিচ্ছিলেন জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত, শমী কায়সার ও আফসানা মিমি। অনুষ্ঠানটিতে তারা বলেছেন তাদের অভিনয় জীবনের শুরুর গল্পসহ জীবনের নানা জানা-অজানা কথা। জানিয়েছেন বর্তমানের কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা কথা।


বাংলাদেশ সময় ১৬০৫, সেপ্টেম্বর ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।