ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নজরুল মৃত্যুবার্ষিকীর বিশেষ নাটক ‘কুহেলিকা’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১১

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘কুহেলিকা’। ন নাটকটি বাংলাভিশনে দেখবেন ২৭ আগস্ট শনিবার রাত ৯টা৫ মিনিটে।

কাজী নজরুল ইসলামের ‘কুহেলিকা’ গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন রওশন আরা মোস্তাফিজ।

কমল চাকমার পরিচালনায় ‘কুহেলিকা’ নাটকটিতে অভিনয় করেছেন তৌকির আহমেদ, মীর সাব্বির, বিদ্যা সিনহা মিম, শর্মিলী আহমেদ, নার্গিস আক্তার, পরেশ আচার্য্য, আমিন আজাদ, সায়কা আহমেদ, তানহা, মাসুদ রানা মিঠু, সুজন প্রমুখ।

ব্রিটিশবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠেছে নাটকের কাহিনী।   কাহিনীর নায়ক জাহাঙ্গীর কুমিল্লার এক সম্ভ্রান্ত জমিদার পরিবারের একমাত্র সন্তান। জমিদারের মৃত্যুর পর সে জমিদারী দেখার ভার তার মায়ের উপর অর্পন করে কোলকাতায় পড়াশোনার জন্য কোলকাতার একটি মেসে থাকে। মেসের বন্ধু হারুনের সঙ্গে গভীর বন্ধুত্বের সুযোগে জাহাঙ্গীর হারুনের গ্রামের বাড়িতে বেড়াতে যায় এবং সেখানে নায়িকা তাহমিনা ওরফে ভুনীর সঙ্গে পরিচিত হয়। জাহাঙ্গীর তাহমিনার প্রেমে পড়ে এবং ঘটনাচক্রে তাহমিনার মায়ের অনুরোধে তাহমিনাকে বিয়ে করার কথা দেয়।

এদিকে ইংরেজ আমলে দেশকে পরাধীনতার শেকলমুক্ত করে দেশ স্বাধীন করার শপথ নিয়ে জাহাঙ্গীর গোপনে স্বদেশী আন্দোলনে যোগ দেয় এবং গুরুর কাছে দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য, প্রেম-ভালবাসা, বিয়ে এসব থেকে নিজেকে দুরে সরিয়ে রাখার শপথ নেয়। ফলে একদিকে ব্যক্তিগত জীবনে তাহমিনার ভালবাসার বন্ধন, আরেকদিকে দেশের বৃহত্তর স্বার্থে নিজের জীবনকে দেশপ্রেমের মহান আদর্শে নিবেদিত করা এই দুইয়ের টানাপোড়েনে শেষ পর্যন্ত জাহাঙ্গীরের দেশপ্রেমের আদর্শই জয়ী হয়।

বাংলাদেশ সময় ১৬২৫, আগস্ট ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।