ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এই ঈদে পড়শির চমক

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১১

ক্ষুদে গানরাজ থেকে উঠে এলেও ক্ষুদে ভাব ঝেড়ে জনপ্রিয় গায়িকা হিসেবে পড়শি উঠে এসেছেন প্রথম সারিতে। গত বছর অডিও বাজারে বাণিজ্যিক সাফল্যের দিক থেকে গায়িকাদের মধ্যে তার অ্যালবাম ছিল শীর্ষে।

সর্বকনিষ্ঠ কণ্ঠ হলেও সেলফ টাইটেলড প্রথম অ্যালবাম দিয়েই পড়শি তৈরি করেন চমক। পাশাপাশি প্লেব্যাকেও পড়শির এখন
বেশ চাহিদা।

এবারের ঈদে পড়শির কোনো একক অ্যালবাম বের না হলেও একাধিক মিক্সড অ্যালবামের থাকছে তার গান। পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেলের ঈদ অনুষ্ঠানেও পড়শি গান করেছেন।

এই ঈদে পড়শি চমক নিয়ে হাজির হচ্ছেন বৈশাখী টেলিভিশন। তিনি যে শুধু গান গাইতেই জানেন না, ভালো নাচতেও জানেন; এবার তারই প্রমাণ দিবেন দর্শকদের সামনে। বৈশাখী টেলিভিশনের ঈদের বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নৃত্য আনন্দ ছন্দে’-তে নৃত্য পরিবেশন করবেন পড়শি। অনুষ্ঠানটি প্রচারিত হবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।

এরই মধ্যে পড়শি গানের জুটি গড়ে তুলেছেন এই প্রজন্মের জনপ্রিয় গায়ক আরফিন রুমীর সঙ্গে। ঈদের ষষ্ঠ দিন আরটিভির একটি লাইভ অনুষ্ঠানে আরফিন রুমীর সঙ্গে পড়শি সরাসরি দর্শকদের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময় ০০১৫, আগস্ট ২৬,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।