ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বলিউডের তিন খানের শীতল লড়াই

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১১

শাহরুখ খানের সঙ্গে দীর্ঘদিন ধরে একটা শীতল লড়াই চালিয়ে যাচ্ছেন সালমান খান ও আমির খান। বলিউডের এই বিখ্যাত তিন খানই অন্যদের চেয়ে নিজেকে এগিয়ে রাখতে পছন্দ করেন।

তারা একে অন্যের অভিনীত ছবি নিয়ে ভাল মন্তব্য করলেও ব্যক্তিগত বা সামাজিকভাবে কখনো তাদের এক সঙ্গে দেখা যায় না। বরং একে অন্যের বিরুদ্ধে বলার সুযোগ তারা কখনো হাতছাড়া করেন না।

সালমান খান ও আমির খান ইদানিং কর্মক্ষেত্রে সরাসরি কিং খানের বিরোধীতা করছেন। সম্প্রতি আগামী ঈদ উৎসবে মুক্তি প্রতীক্ষিত ‘বডিগার্ড’ ছবির সঙ্গে শাহরুখের ‘ডন টু’ ছবির প্রমোশনাল প্রচারের কথা উঠলে সালমান খান আপত্তি তোলেন । কিন্তু পরিচালক করন যোহরের ‘অগ্নিপাত’ ছবিটির প্রমোশনাল প্রচারের কথা উঠলে তাতে সালমানের কোন আপত্তি নেই বলে জানান।

সালমান অভিনীত কয়েকটি ছবি পর পর ভাল ব্যবসা করায় বক্স অফিসের শীর্ষ তালিকায় কিং খানের পাশেই উঠে এসেছে তার নাম। শাহরুখ অভিনীত ‘ডন টু’ এবং ‘রা ওয়ান’ ছবিটি মুক্তির পর তাদের প্রতিযোগিতা আরো চরমে পৌঁছোবে বলে ধারণা করছেন অনেকেই।

ভারতের জনপ্রিয় চ্যানেল জুম টিভির সপ্তম বছরে পর্দাপন অনুষ্ঠানে সম্প্রতি অংশগ্রহন করেছেন সালমান খান। অনুষ্ঠানে কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তোমাকে আমার কাজ দিয়ে মারবো, তুমিও আমাকে নিজের কাজ দিয়ে মেরো। ’ কথগুলো যে শাহরুখের উদ্দেশ্যেই বলা তা বুঝতে মিডিয়ার বেগ পেতে হয় নি। সালমানের এই মন্তব্য নিশ্চয়ই শাহরুখের কানেও পৌঁছোবে। এতে তাদের সম্পর্কে বৈরিতা বাড়বে বই কমবে না।

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানও যে হালে কিং খানকে সহ্য করতে পারছেন না, তা তার সাম্প্রতিক কর্মকান্ডে পরিস্কার হয়ে উঠেছে। কিছুদিন আগে শাহরুখের রেড চিলি এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ইউটিভির সেলিব্রেটি শো ‘লিভ মাই লাইফ’ নামে টিভি শো থেকে আমির খান নিজেকে সরিয়ে নেন। অনুষ্ঠানটিতে অংশ নেওয়ার ব্যাপারে ইউটিভিকে চুড়ান্ত কথা দিয়েছিলেন আমির খান।


কিন্তু পরবর্তীতে যখন জানলেন, অনুষ্ঠানটি কিং খানের মালিকানাধীন প্রডাকশন রেড চিলির প্রযোজনায় নির্মিত হচ্ছে তখনই তিনি এতে অংশগ্রহণে অপারগতার কথা জানিয়ে দেন।

ইউটিভির সঙ্গে ভালো সম্পর্ক থাকার পরও আমির অনুষ্ঠানটিতে অংশগ্রহন করছেন না। তবে তার এই অপারগতার কারন দর্শানোর ক্ষেত্রে শাহরুখ প্রসঙ্গ সরাসরি উল্লেখ না করে ব্যক্তিগত কাজের অজুহাত দেখিয়েছেন। একজন সেলিব্রেটির জীবনের একটি ব্যস্ত দিন তুলে ধরার এই অনুষ্ঠানটিতে আমির অংশগ্রহণ না করলেও তার ভাগ্নে ইমরান খান অংশ নেবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

শাহরুখের সঙ্গে বিরোধিতা থাকলেও আমিরের সঙ্গে সালমানের সখ্যতা বেশ ভালোই। শাহরুখকে শীর্ষ তালিকায় মানতে অসম্মতি জানালেও আমির খানকে তালিকার শীর্ষে রাখতে মোটেও দ্বিধা করেন না সালমান খান।

কিং খানের সঙ্গে বলিউডের অপর দুই খানের শীতল লড়াই আদৌ কি থামবে! এর শেষ কোথায় তা অবশ্য সময়ই বলে দেবে।

বাংলাদেশ সময় ০১১৫, আগস্ট ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।