ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঈদে কোটিপতির হটসিটে আট তারকা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১১

জ্ঞান, মেধা ও বুদ্ধি ভিত্তিক রিয়েলিটি শো ‘কে হতে চায় কোটিপতি’। ঈদ উপলক্ষে এই অনুষ্ঠানের হটসিটে বসবেন আট তারকা।

গেইম শোর সঞ্চালক আসাদুজ্জামান নূরের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন তারা।   দেশ টিভির ঈদ স্পেশাল ‘কে হতে চায় কোটিপতি’-এর বিশেষ ৪টি পর্বের হটসিটে বসবেন শাকিব খান ও অপু বিশ্বাস, চঞ্চল চৌধুরী ও তিশা, নকীব খান ও পার্থ বড়ুয়া এবং সারা যাকের ও আলী যাকের।

‘কে হতে চায় কোটিপতি’-এর ঈদের বিশেষ চমক হিসেবে দর্শকরা দেখতে পাবেন ঢাকাই চলচ্চিত্রের চলতি সময়ের এক নম্বর জুটি শাকিব খান ও অপু বিশ্বাসকে। সঞ্চালক আসাদুজ্জামান নূরের বুদ্ধিভিত্তিক দারুণ সব প্রশ্নের জবাব দিয়ে এই জুটি জিতে নিয়েছেন সাড়ে বারো লাখ টাকা। শাকিব-অপুর পর্বটি দেশটিভিতে দেখানো হবে ঈদের রাত ৯টা ৪৫ মিনিটে।

ছোটপর্দার দুই জনপ্রিয় শিল্পী  চঞ্চল চৌধুরী এবং তিশা। ঈদের দ্বিতীয় দিন রাতে প্রচার হবে তাদের দুজনের অংশ নেওয়া ‘কে হতে চায় কোটিপতি’-এর বিশেষ পর্বটি। এই দুই তারকাও সাড়ে বারো লাখ টাকা জিতে নিয়েছেন সঞ্চালক আসাদুজ্জমান নূরের বুদ্ধিদীপ্ত প্রশ্নের জবাব দিয়ে।

দেশীয় ব্যান্ড সংগীতের দুই শীর্ষ মুখ নকীব খান ও পার্থ বড়ুয়াকে দেখা যাবে ঈদ স্পেশাল ‘কে হতে চায় কোটিপতি’ এর একটি পর্বে। গেইম শোতে এই দুই সঙ্গীতশিল্পী বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিয়েছেন ২৫ লাখ টাকা।

‘কে হতে চায় কোটিপতি’ ঈদ স্পেশাল আয়োজনের শেষ পর্বে দেখা যাবে তারকা দম্পতি আলী যাকের ও সারা যাকেরকে। সঞ্চালক আসাদুজ্জামান নূরের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে এই দম্পতি জিতেছেন  ২৫ লাখ টাকা।

দেশটিভি সূত্রে জানা যায়, সেলিব্রেটি পর্বগুলো থেকে সেলিব্রেটিরা যে টাকা জিতে নিয়েছেন তার পুরোটাই স্ব স্ব ইচ্ছায় দান করেছেন বিভিন্ন চ্যারিটি ফান্ডে। এরই মধ্যে তারা টাকাগুলো প্রদান করেছেন মুক্তিযুদ্ধ জাদুঘর, চলচ্চিত্র দুস্থ শিল্পী ফান্ড, কিডনী ফাউন্ডেশন এবং অটিজম ওয়েলফেয়ার ফান্ডে। এদিকে দেশটিভি সূত্রে আরও জানা যায়, এরই মধ্যে জনপ্রিয় এ অনুষ্ঠানটির ২১টি পর্ব সমপ্রচার হয়েছে। আর শেষ হবে ২ নভেম্বর ৫২তম পর্ব সমপ্রচারের মধ্য দিয়ে।

বাংলাদেশ সময় ০০২৫, আগস্ট ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।