ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

‘হিরোইন’-এর টাকা ফিরিয়ে দিলেন ঐশ্বরিয়া

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১১

পরিচালক মাধুর ভান্ডারকারের বির্তকিত ‘হিরোইন’ ছবি জন্যে নেয়া অগ্রিম ২২ লক্ষ রূপি ফিরিয়ে দিয়ে ঐশ্বরিয়া রায় বচ্চন চুড়ান্তভাবে নিজেকে ছবিটি থেকে সরিয়ে নিয়েছেন। চলতি বছরের জুন মাসে ঐশ্বরিয়ার প্রেগনেন্সির খবর ছড়িয়ে পড়লে পরিচালক মাধুর ভান্ডারকার এবং ইউটিভি ‘হিরোইন’ ছবিটির নাম ভূমিকা থেকে তাকে বাদ দেয়।



‘হিরোইন’ ছবি থেকে ঐশ্বরিয়া বাদ পড়ার পরও ছবিটির বিভিন্ন খবরের সঙ্গে জড়িয়ে ছিলেন। এক অর্থে ঐশ্বরিয়াকে ছবির প্রচার-প্রপাগান্ডার জন্যই ব্যবহার করা হচ্ছিল। এবার ঐশ্বরিয়া ছবিটিতে অভিনয়ের জন্য অগ্রিম নেওয়া টাকা ফেরত দিয়ে ‘হিরোইন’-এর সঙ্গে সবধরণের সম্পর্ক চ্ছিন্ন করেছেন।

ঐশ্বরিয়ার পক্ষে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ইউটিভির কাছ থেকে টোকেন মানি বাবদ ২২ লক্ষ রূপি টাকা পেয়েছিলেন ঐশ্বরিয়া। তিনি ছবিটির বিভিন্ন ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন। এমনকি ছবিটির জন্য কয়েকটি দৃশ্যে অভিনয়ও করেন। কাজেই টাকাটার উপর তার অধিকারও ছিল। কিন্তু যেহেতু ছবিটিতে শেষপর্যন্ত তিনি কাজ করছেন না, তাই অগ্রিম নেয়া এই অর্থ ফিরিয়ে দেয়া তার দায়িত্ব বলে মনে করেন তিনি।

ঐশ্বরিয়া রাই বচ্চন ছবিটির জন্যে তার শুট করা ফুটেজগুলো যেন কোথাও ব্যবহার  করা না হয় সেজন্যে পরিচালক মাধুর ভান্ডারকার এবং ইউটিভিকে অনুরোধ জানিয়ে নোটিশ পাঠিয়েছেন। প্রায় আট দিন তিনি ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন বলে জানান।

সম্প্রতি পরিচালক মাধুর ভান্ডারকার এবং ইউটিভি কারিণা কাপুরকে ’হিরোইন’ ছবিটির জন্যে চুড়ান্তভাবে চুক্তিবদ্ধ করেছেন।

বাংলাদেশ সময় ১৭৫০, আগস্ট ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।