ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বিটিভিতে লোমহর্ষক সার্কাস নিয়ে ‘আনন্দ সার্কাস’

জয়ন্ত সাহা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১১

বিটিভিতে এবারের ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ সার্কাস’। অনুষ্ঠানটির প্রধান আকর্ষণ হলো লোমহর্ষক সার্কাস।

সম্প্রতি এ অনুষ্ঠানে ধারণ শেষ হয়েছে।

বাংলাদেশের ঐতিহ্যবাহী সার্কাসের লোমহর্ষক কিছু আইটেমের সঙ্গে অনুষ্ঠানে থাকছে আরো অনেক আনন্দ আয়োজন। বিটিভির অনুষ্ঠান ঘোষক-ঘোষিকা আর সংবাদ পাঠক-পাঠিকাদের অংশগ্রহণে ‘আনন্দ সার্কাস’ অনুষ্ঠানে রয়েছে নাচ , গান আর কৌতুক।


বিটিভির সিনিয়র উপস্থাপক ও ঘোষকমাসুদ কায়সারের পরিকল্পনা , গ্রন্থনা ও উপস্থাপনায় এই অনুষ্ঠানটি ঈদের দ্বিতীয় দিন সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন বিটিভির নির্বাহী প্রযোজক জনাব নূর আনোয়ার রন্জু।

বাংলাদেশ সময় ১৮৫৫, আগস্ট ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।