ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এই ঈদের সাতটি ছবি

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১

এবার ঈদে মুক্তি পাচ্ছে মোট ৭ টি ছবি । এর মধ্যে ৫টি ছবি মুক্তি পাচ্ছে সিনেমা হলে এবং ২টি ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারের মাধ্যমে ছোটপর্দায় মুক্তি পাচ্ছে।

  ছবিগুলো হচ্ছে ‘জান কোরবান’, ‘টাইগার নাম্বার ওয়ান’, ‘একবার বলো ভালবাসি’, ‘আমার পৃথিবী তুমি’, ‘গরীবের ভাই’, ‘দুই পুরুষ’ ও ‘কুসুম কুসুম প্রেম’।

ঈদে মুক্তি প্রাপ্ত ছবিগুলো সম্পর্কে জেনে নেয়া যাক।

জান কোরবান
অ্যাকশন ও প্রেমের গল্প নিয়ে নির্মিত ছবি ‘জান কোরবান। পরিচালনা করেছেন এম বি মানিক। জীবন বাজি রেখে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য দুটি ছেলেমেয়ের যে সংগ্রাম, তা-ই এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে এ ছবিতে। সমাজের কিছু বিপথগামী মানুষের ষড়যন্ত্র একসময় দূরে ঠেলে দেয় দুজনকে। কিন্তু সব শেষে জয় হয় ভালোবাসার।
ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগরসহ আরও অনেকে।

টাইগার নাম্বার ওয়ান
শহরের একজন দুর্ধর্ষ খুনির নাম টাইগার। তাকে সবাই ঘৃণা করে। একজনের বাগ্দত্তা স্ত্রী সাহারা। সে টাইগারকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার পরামর্শ দেয়। টাইগার মেয়েটির কথায় তার ভুলগুলো বুঝতে পারে। সে সিদ্ধান্ত নেয়, স্বাভাবিক জীবনে ফিরে আসবে। কিন্তু অপরাধ জগতের মানুষেরা টাইগারকে ভালো হতে দিতে চায় না। শুরু হয় গন্ডগোল। এভাবেই এগিয়ে যায় ‘টাইগার নাম্বার ওয়ান’ ছবির গল্প। ছবিটি পরিচালনা করেছেন শাহীন সুমন। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। আরো অভিনয় করেছেন সাহারা, নিপুণ, অমিত হাসান, মিশা সওদাগর প্রমুখ।

একবার বল ভালবাসি
মিষ্টি প্রেমের রোমান্টিক ছবি ‘একবার বল ভালোবাসি’। পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। প্রেম ও পারিবারিক গল্প নিয়ে নির্মিত এ ছবিতে দেখা যায়, একটি মেয়ে তার খেলার সাথিকে ভালোবাসে। কিন্তু ছেলেটি বারবার সেই ভালোবাসা প্রত্যাখ্যান করে। একসময় মেয়েটি আত্মাহুতির হুমকি দিলে ছেলেটি তার ভালোবাসায় সাড়া দেয়। শুরু হয় আরেক গল্প। এতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, সাংকো পাঞ্জা, সাদেক বাচ্চু ও রেবেকা।

আমার পৃথিবী তুমি
গাজী মাহাবুব পরিচালিত ‘আমার পৃথিবী তুমি’ ছবিটি প্রেমের গল্প নিয়ে নির্মিত। এতে দেখা যাবে, সুলতান ও রেশমি দুজন ভালোবেসে বিয়ে করে। তারা একটি সুখের সংসার গড়ে তোলে। কিন্তু হঠা ৎ করেই তাদের সংসারে নানা ধরনের সমস্যা দেখা দেয়। শুরু হয় আরেক গল্প। এতে অভিনয় করেছেন ইমন, সাহারা, রেসি, জায়েদ খান, সোহেল রানা, আহমেদ শরিফ, মিশা সওদাগর, ডিপজলসহ অনেকেই।

রীবের ভাই
পি এ কাজল পরিচালিত ছবি ‘গরীবের ভাই’। ছবির কাহিনীতে দেখা যাবে, রাজা ও রানি ছোটবেলাতেই বাবা-মাকে হারিয়ে এতিম হয়ে যায়। রাজা মানুষের বাড়িতে কাজ করে বোনকে বড় করে তোলে। রাজা বড় হয়ে গ্রামের বাড়িতে কৃষিকাজ করে। এদিকে রাজার বন্ধু রানার সঙ্গে রানির সম্পর্ক গড়ে ওঠে। এর পরই শুরু হয় আরেক গল্প। এতে অভিনয় করেছেন ইমন, রোমানা, রেসি, জায়েদ খান, শাকিবা, ডিপজল ও মিশা সওদাগর।

দুই পুরুষ
চাষী নজরুল ইসলাম পরিচালিত ছবিটি প্রযোজনা করেছে মাল্টিমিডিয়া প্রোডাকশন্স লিমিটেড। পারিবারিক জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এ ছবিটি। এতে অভিনয় করেছেন রিয়াজ, মৌসুমী, শোয়েব, নিপুণ, শাকিব, মিশা সওদাগর। ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এটিএন বাংলায়।

কুসুম কুসুম প্রেম
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত ছবি ‘কুসুম কুসুম প্রেম’। মুশফিকুর রহমান গুলজার পরিচালিত এ ছবিতে প্রেম ও সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌস, রিয়াজ ও আরো অনেকে। ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইতে।

বাংলাদেশ সময় ০০৪৫, আগস্ট ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।