ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নখ আর্ট

প্রীতি ওয়ারেছা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১১

চিত্রাঙ্কন কি শুধু কাগজে কিংবা কাপড়েই হয় আর কোথাও কি হতে পারে না? অবশ্যই পারে- মানুষ শরীরের বিভিন্ন জায়গায় গায়ে, হাতে, পায়ে চিত্রাঙ্কন করছে যেটা ট্যাটু নামে পরিচিত। সৌন্দর্য সচেতন মানুষ তাদের ফ্যাশনে চিত্রাঙ্কনকে নানাভাবে যুক্ত করেছে।

আর এই ধারায় নখও বাদ যাচ্ছে না।

নখে রঙিন পলিশের ছোঁয়া হাতের সৌন্দর্যকে বাড়িয়ে দেয় বহুগুন এটা সৌন্দর্য প্রিয় মেয়ে মাত্রই জানে। তবে যে কোন একঘেয়ে ফ্যাশন খুব বেশিদিন মানুষের মুগ্ধতা ধরে রাখতে পারেনি। তাই চিরাচরিত নেইল পলিশের এই ধারাতে নিত্য নতুন ধারণা যোগ হয়েছে এটিকে ভিনড়ব ঢং দেওয়ার জন্য।

ফ্যাশন প্রিয় মেয়েদের কাছে তাই এখন জনপ্রিয় হয়েছে উঠেছে নখের অলংকরণ। গাঢ় বেজ নেইলপলিশের উপর হালকা রঙের নকশা অথবা হালকা বেজ নেইলপলিশের উপর গাঢ় রঙের নানা নজরকাড়া নকশা দিয়ে নখকে অনন্য করে তুলছে মেয়েরা। উপাদান হিসাবে কখনও যোগ হয়েছে অ্যাক্রেলিক গ্লিটার, মেটালিক গ্লিটার কখনও ট্রি-ডি নেইল আর্টে যোগ হয়েছে ফুলেল মোটিভ, পার্ল, ক্রিস্টাল, কার্টুন চরিত্র, দামী স্টোনও বাদ যাচ্ছেনা।

খোঁজ করলেই ভাল বিউটি শপে ট্রি-ডি নেইল আর্ট সেট পাওয়া যায়। আর্ট করা কৃত্রিম নখ কিনে আপনি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আর্ট করার ঝামেলা থাকেনা এবং একই নেইল সেট অনেকবার ব্যবহার করা যায়। বাড়িতে নিজেরা নকশা করতে না পারলে এ ব্যাপারে বিউটি স্যালুনের সাহায্য নেওয়া যেতে পারে। বিউটি স্যালুনগুলো নখকে আরও বৈচিত্রময় সুন্দর অবয়ব দিচ্ছেন। মেয়েরা কোনো উৎসবে পুরো হাত মেহেদিতে সাজানোর পাশাপাশি পোশাকের রঙের সাথে মিলিয়ে নখ অলংকরণ করে নেন।

সবার মাঝে নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চায় সবাই। নেইল আর্ট সবার মাঝে আপনাকে অনন্য করে তুলবে নিশ্চিত করে বলা যায়। তাহলে এবার আপনার সাজে যোগ করুন নখের আর্ট।

আর্ট করা ফ্যাশনেবল নখের সেট বসুন্ধরা সিটিসহ বড় শপিংমলে পাওয়া যায়, ৫০০ টাকা থেকে ১৫০০
টাকার মধ্যেই পেয়ে যাবেন পছন্দের সেট।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।