ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

অনুকরণীয়

শারমীনা ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১২
অনুকরণীয়

 মাত্র ৫ বছরের শিশু সাভিক ভাসিস্থ ধুমপান বিরোধী প্রচারণা চালিয়ে দুবাইয়ে সবার দৃষ্টি আকর্ষন করেছে।

সুস্বাস্থ্যের জন্য ধুমপান বন্ধে সচেতনতা সৃষ্টির জন্য সে মানুষের মাঝে লিফলেট বিলি করে।

তার কাজের স্বীকৃতি হিসেবে দুবাই এর পাবলিক হেল্থ এবং সেফটি ডিপার্টমেন্ট সাভিককে সম্মানিত করেছে।

এতো ছোট শিশুর এ ধরণের উদ্যোগে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে বলে আশা করেন জনস্বাস্থ্য এবং নিরাপত্তা বিভাগের পরিচালক রেধা সালমান।

তাকে সম্মান জানানোর জন্য আয়োজিত অনুষ্ঠানে সাভিক বলে,‘ভালো মানুষ এবং পরিচ্ছন্ন পরিবেশ পছন্দ করি আমি। ধুমপান খুব খারাপ, মানুষের এটা করা উচিৎ নয়’।

জনগণের ভালোর জন্য, সচেতনতা বাড়াতে যে কোনো বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে সাভিক।

শিশুটির এই উদ্যোগ আমাদের জন্য অনুকরণীয় হতে পারে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।