ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

২৪ ঘণ্টা ফার্মেসি সেবা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১২
২৪ ঘণ্টা ফার্মেসি সেবা

সেদিন রাত তিনটার দিকে অর্নবের বাবা অসুস্থ হয়ে পড়লেন। তিনি প্রেসারের ওষুধ খান নি।

দেখা গেল বাসায় ওষুধ নেই। এতো রাতে বাসার আশে পাশের ওষুধের দোকানগুলোও বন্ধ। এখন সে কী করবে, কিছুই ভেবে পাচ্ছিল না। পরে ফোনে তাকে কয়েকটি দোকানের নাম দিলেন এক আত্মীয় যেগুলো সারারাত খোলা থাকে।

আমাদের অনেকেরই এধরনের সমস্যা হতে পারে। তবে আমরা যদি দিন-রাত ২৪ ঘণ্টা খোলা থাকে—এমন কিছু ফার্মেসির নাম ঠিকানা ও ফোন নম্বর জানি তাহলে বিপদে পড়তে হবে না। যে কোনো সময় প্রয়োজনীয় ওষুধের জন্য আমরা যেতে পারি:

  • লাজ ফার্মা, বাড়ি :৬৩/৩, লেক সার্কাস, কলাবাগান, ঢাকা। ফোন :৯১১১৮৪৩, কলাবাগান, ৯১১৭৮৩৯, ০১৭৩৬৬৯১২৯৫
  • নাজ ফার্মা, ৬, শাহবাগ বিপনী বিতান, শাহবাগ, ঢাকা-১০০০।
  • লাইফ ফার্মা, ৬৪/৩, লেক সার্কাস, কলাবাগান, ঢাকা। ফোন :৯১১১৮৪৩
  • বাডাস ফার্মেসি প্রজেক্ট, ১২২, কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ, ঢাকা-১০০০।
  • রমনা ফার্মেসি, মগবাজার, ওয়ারলেস মোড়, ঢাকা। ফোন :৯৩৫৭১১২
  • বাংলাদেশ মেডিকেল কলেজ ড্রাগ স্টোর, ৩০, সড়ক :১৪/এ, ধানমন্ডি, ঢাকা।
  • বিসমিল্লাহ ফার্মেসি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চত্বর (বহির্বিভাগের সামনে), শাহবাগ, ঢাকা।
  • ২৪ ঘন্টা ফার্মেসি, গণস্বাস্থ্য হাসপাতাল ভবন, ১৪/ই, রোড-৬, ধানমন্ডি, ঢাকা।
  • মেডিসিন কর্নার, ১৫, গ্রিন স্কোয়ার, গ্রিন রোড, ঢাকা। ফোন :৯৬৬০৯৬৪
  • আদ্-দ্বীন হাসপাতাল, ২ বড় মগবাজার, ঢাকা-১২১৭। ফোন :০২-৯৩৫৩৩৯১-৩
  • মেট্রোপলিটন মেডিকেল সেন্টার, পূর্ব নাখাল পাড়া, ঢাকা। ফোন :৮৮২৪১৫৫
  • আল হেলাল মেডিসিন কর্নার, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা। ফোন :৯০০৬৮২০
  • ইসলাম ফার্মা, বাবর রোড, কলেজগেট, ঢাকা। ফোন :৮১১৪৪৮২
  • শাহবাগ মেডিসিন কর্নার, ৩ নম্বর গেট, পিজি হাসপাতাল, ঢাকা।
  • মাল্টি ফার্মা লিমিটেড, এলিফেন্ট রোড, ঢাকা। ফোন :৮৬১৭৮৪৪
  • চাওয়া-পাওয়া ফার্মেসি, সেকশন-১৪, মিরপুর, ঢাকা। ফোন :৮১১৩০১০
  • কমফোর্ট ফার্মেসি, গ্রিন রোড, ঢাকা। ফোন :৮১২৪৯৯০
  • সেন্ট্রাল ফার্মা, লেক সার্কাস, কলাবাগান, ঢাকা। ফোন :৮১১০৫১৬।
  • সার্জিক্যাল সেন্টার, কলেজ গেট, মিরপুর রোড, ঢাকা। ফোন :৮১১৭৪১৬।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।