ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ব্রাইডাল অফার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জুন ৩, ২০১২
ব্রাইডাল অফার

আকাঙ্ক্ষাস গ্লামার ওয়ার্ল্ড দিচ্ছে ব্রাইডালের স্পেশাল অফার। বিয়ের জন্য বৌয়ের শাড়ি-গহনা কেনাটাকা যেমন জরুরি তেমনি বৌয়েরে বিভিন্ন ধরণের সাজটাও কম গুরুত্বপর্ণ নয়।

গায়ে হলুদ, বৌভাত ও বিয়ে এই তিনটি অনুষ্ঠারে জন্য এ্যরোমা থেরাপিষ্ট জুলিয়া আজাদ অভিনব আকারে সাজিয়েছে এবারের ব্রাইডাল পাকেজ। এখানে অভিজ্ঞ বিউটিশিয়ানের তত্বাবধানে খুব যত্ন সহকারে বৌ সাজানো হয়। এবারের ব্রাইডাল অফারের মধ্যে থাকছে বৌ সাজের পূর্ববর্তী সাজগুলো যেমন, মেনিকিউর, প্যাডিকিউর, ফেসিয়াল ও হেয়ার স্পা একদম ফ্রি।

অথবা বৌ-এর সঙ্গে আসা একজনকে দেয়া হবে ফ্রি সাজ। এ অফার চলবে পুরো জুন মাস জুড়ে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ব্রাইডাল প্যাকেজের বুকিং নেয়া চলছে। উল্লেখ্য নারীদের প্রিয় আকাঙ্ক্ষাস গ্ল্যামার ওয়ার্ল্ডে ত্বকের চিকিৎসা ও ব্রণের বিশেষ এ্যরোমা থেরাপি ট্রিটমেন্ট দেওয়া হয়। যোগাযোগ ০১৯৩৭ ৫১৩০০৬।

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।