ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

লাইফস্টাইল

ধূমপান ছাড়তে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জুন ৮, ২০১২
ধূমপান ছাড়তে

আমাদের পরিবার, আত্মীয় এবং সমাজে অনেকেই আছেন যারা ধুমপান করেন। ধুমপানের ক্ষতিকর দিক সম্পর্কে আমরা এখন সচেতন।

তাই অনেকেই এই বদঅভ্যেস থেকে মুক্ত হতে চান। অধিকাংশই হয়তো ধুমপান ছাড়তে সক্ষম হন। তবে কিছু মানুষ আছে যারা, কিছূদিন পর আবারও ধুমপান শুরু করেন। যারা বার বার ধুমপান ছাড়তে চেয়ে ব্যর্থ হয়েছেন আজ আপনাদের জন্য কিছু টিপস:

  • ধূমপানের ক্ষতিকর দিকগুলোর লম্বা একটি তালিকা চোখের সামনেই রাখার ব্যবস্থা করুন
  • ধূমপানের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করুন এবং না করার ব্যাপারে নিজেকে উৎসাহিত করুন
  • ঠিক কোন কোন সময় আপনি ধূমপান করেন এবং তখন আপনি কী করেন সেটি নোট করুন
  • সিগারেটের বদলে বাদাম, চকলেট, চুইংগাম এগুলো খেতে পারেন
  • মানসিক চাপ কমাতে চেষ্টা করুন, প্রয়োজনে হালকা ম্যাসাজ নিন
  • সিগারেট না কেনার কারণে প্রতিদিন যে টাকা জমবে তা একটি কাচের পাত্রে রাখুন যাতে টাকাগুলো বাহির থেকে দেখা যায় এক মাস পর ওই টাকায় নিজেকেই সুন্দর কিছু উপহার দিন
  • সিগারেট খাবার সময় হলেই অন্যকিছুতে নিজেকে ব্যস্ত করে ফেলুন
  • গান শুনুন, কম্পিউটারে গেম খেলুন অথবা বাগানে নতুন কোনো গাছ লাগান
  • অতিথি কিংবা সবার বেলাতেই বাড়িতে ধূমপান নিষিদ্ধ করুন
  • নিজের অগ্রগতির প্রশংসা করুন এবং নিজের লক্ষ্য সম্পর্কে আরও স্থির হোন
  • ধূমপানের বিরুদ্ধে নিজের ইচ্ছাশক্তিকে জাগিয়ে তুলুন, অবশ্যই সফল হবেন
  • নিয়মিত ব্যায়াম করুন
  • প্রচুর পরিমাণ শাক-সবজি ও  ফল খান

ধূমপান ছাড়ুন দেখুন, আপনার জন্য অপেক্ষা করছে একটি সুস্থ এবং স্বাস্থ্যকর জীবন। শুধু অন্যকে খুশী করার জন্য নয়, বরং ধুমপান ছেড়ে দিলে আপনিই হৃদরোগ, ক্যানসারের মতো মারাত্বক সব রোগের ঝুঁকি থেকে দূরে থাকবেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।