ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

লাইফস্টাইল

নগরদোলার ঈদ পোশাক

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১২
নগরদোলার ঈদ পোশাক

 

থিমেটিক পোশাক তৈরির ধারাবাহিকতায় নগরদোলা এবারের ঈদ পোশাক প্রদর্শনীতে পোশাক সম্ভারকে সাজিয়েছে ইসলামী শিল্পকলা মন্ডিত স্থাপনার বিখ্যাত কিছু শিল্পকর্ম পোশাকের ব্যবহার উপযোগী করে সুনিপুণ অলংকরণের মাধ্যমে। নগরদোলার নিজস্ব ডিজাইন ইউনিটের কর্ম প্রচেষ্টায় এসকল চিত্র কর্মগুলো পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন-বিয়োজনের মাধ্যমে নান্দনিক ও বর্ণীল ভাবে উপস্থাপন করা হয়েছে প্রতিটি পোশাকে।

ঈদ যেহেতু গরম আবহাওয়াতে উদযাপন হচ্ছে , তাই নগরদোলা এবার আরামদায়ক কাপড়গুলো বেছে নিয়েছে। রং নির্বাচনের ক্ষেত্রে হালকা, মিষ্টি এবং উজ্জ্বল রংগুলোকে প্রাধান্য দিয়েছে এবং উৎসবের জমকালো রংগুলোতো থাকছেই।

নগরদোলার ঈদ উৎসব পোশাক মেলাতে থাকছে বিভিন্ন ধরনের পোশাক। পোশাকের ডিজাইন বৈচিত্র ও স্টাইলের সাথে সমন্বয় রেখে পোশাকের নামকরন করা হয়েছে প্রিমিয়ার, প্রত্যয়, লাবণ্য, ত্রয়ী নামে।

মেয়েদের পোশাকের মধ্যে রয়েছে শাড়ি, সালোয়ারকামিজ, ফতুয়া, কুর্তি, স্কার্ট, শার্ট, লংকামিজ, টুপিস, সিঙ্গেল কামিজ।

ছেলেদের পোশাকের মধ্যে রয়েছে পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, শেরোয়ানী। কামিজের পরিবর্তন এসেছে লংকামিজ স্টাইল অনুসরন করে। নগরদোলা ছেলেদের শার্টে বিশেষ বৈচিত্র নিয়ে এসেছে। ডিজাইনারদের আর্টওয়ার্কের প্রতিফলন দেখা যাবে এই সমস্ত শার্টে এবং স্টাইলেও ভিন্নতা পাওয়া যাবে। ছেলে ও মেয়ে বাচ্চাদের পোশাকে নজরকাড়া বৈচিত্র রয়েছে।

প্যাটার্ন ও ছাটে পরিবর্তন এসেছে বর্তমান ট্রেন্ডকে লক্ষ রেখে। নেকলাইন, স্লিভ ও ফিটিংস’এ নতুনত্ব চোখে পড়ার মত।   সালোয়ারে পরিবর্তন আনা হয়েছে সময় উপযোগীভাবে ধুতি, ট্রাউজার, প্যান্ট, ল্যাগিংস, চুড়িদার। আর ভেল্যুএ্যড টেকনিক হিসাবে ব্যবহার করা হয়েছে ব্লক, স্ক্রিনপ্রিন্ট, টাইডাই, এম্ব্রয়ডারি, কারচুপি, হাতের কাজ, পিনট্যাক, কর্ডিং, লেস, প্যাচ, পট্টি ইত্যাদি। এসমস্ত পোশাকে মূল্য নির্ধারন করা হয়েছে ক্রেতাসাধারণের ক্রয়ক্ষমতার কথা চিন্তা করে।

পোশাকের মূল্য:

  • সালোয়ারকামিজ- ১৫৯০ টাকা থেকে ৮৯৯০ টাকা
  • ফতুয়া (ছেলে)- ৪৯০ টাকা থেকে ৯৯০ টাকা
  • ফতুয়া (মেয়ে)- ৪৯০ টাকা থেকে ১০৯০ টাকা
  • শাড়ি- ১২৯০ টাকা থেকে ১৩৯৯০ টাকা
  • পাঞ্জাবি- ৬৯০ টাকা থেকে ৫৬৯০ টাকা
  • স্কার্ট- ৯৯০ টাকা থেকে ১২৯০ টাকা
  • বাচ্চাদের পোশাক- ৫৯০ টাকা থেকে ১৮৯০ টাকা
  • ধুতি ফতুয়া - ৬৫০ টাকা থেকে ৮৫০ টাকা
  • মেয়েদের কুর্তি-  ৬৯০ টাকা থেকে ৭৯০ টাকা
  • ছেলেদের সার্ট- ৮৯০ টাকা থেকে ১২৯০ টাকা
  • সিঙ্গেল কামিজ- ৭৯০ টাকা থেকে ১৩৯০ টাকা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।