ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

রূপগঞ্জের ঈদ বাজার

সাইফুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১২
রূপগঞ্জের ঈদ বাজার

ঢাকার বাইরে নারায়ণগঞ্জের রূপগঞ্জেও শপিং মল ও হাটবাজারে ঈদ বাজার জমে উঠেছে। ধনী, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার গুলো নিজেদের সাধ্যমত কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

ঘুরে দেখা যায়, উপজেলার প্রান কেন্দ্র ভুলতায় গাউছিয়া মার্কেট, হক সুপার মার্কেট, তাত বাজার মার্কেট, রেদোয়ান টাওয়ার মার্কেট, আউয়াল মার্কেটেসহ শপিং মহল গুলোতে বেচাকেনা চলছে ধুমছে। ছোট বড় সকলের পছন্দের পণ্য কিনতে এ মার্কেট থেকে ওমার্কেটে ঘুরছে।  

দেশের বিভিন্ন জেলা এলাকা থেকে ক্রেতারা গাউছিয়া মার্কেট থেকে পাইকারি দরে ক্রয় করছেন যাকাতের শাড়ি, লুঙ্গি।

ঐতিয্যবাহী নোয়াপাড়ার জামদানি, জর্জেট, কাতান, এসকে জর্জেট, সিমার জর্জেট, স্পিরিং কাতান, টাঙ্গাইলের বালুরচুরি ও রাজশাহী সিল্কের চাহিদা এই ঈদে নারীদের কাছে বেশি বলে জানালেন দোকান মালিকেরা।

পোশাকের সঙ্গে জুতা এবং কসমেটিক্সও বিক্রি হচ্ছে দেদারছে।  

লিপি বেনারশি শাড়ি বিতানের মালিক দুলাল মিয়া জানান, দোকানে বেচাকেনা ভাল। তবে যাকাতের কাপড়ের চাহিদা বেশি।

গাউছিয়া কর্পোরেশনের ব্যাবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বাংলানিউজকে বলেন, মার্কেটে অতিরিক্ত নিরাপত্তার ব্যাবস্থা রয়েছে। ক্রেতারা নিরাপদে ঈদ পণ্য কিনছেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।