ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

লাইফস্টাইল

তৈরি করুন!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১২
তৈরি করুন!

আমাদের সাজের একটি বিশেষ অনুসঙ্গ নেইল পলিশ। বাজারে হাজার রঙএর নেইল পলিশ রয়েছে।

তবে এতো রঙ থেকে নিজের পছন্দেরটি অনেক সময় খুঁজে পাওয়া যায়না। আবার শুধুমাত্র দুই একবার ব্যবহারের জন্য অনেকগুলো টাকা দিয়ে নেইল পলিশ কিনতে ইচ্ছে করে না।

তাহলে সমাধান? এক কাজ করলে কেমন হয়, নিজেই তৈরি করুন না পছন্দের নেইল পলিশ। অবাক হচ্ছেন? সৃষ্টিশীলতা আর ইচ্ছা থাকলে খুব সহজেই তৈরি করতে পারেন। একবার চেষ্টা করেই দেখুন না। নেইল পলিশ তৈরিতে আপনার প্রয়োজন হবে:

  • কাগজের খাম
  • নেইল পলিশের বোতল
  • স্বচ্ছ নেইল পলিশ
  • আধা চা চামচ পছন্দের রঙএর আইস্যাডো
  • সামান্য গ্লিটার

যেভাবে করবেন: খামের একটি কোণে ছোট ছিদ্র করে নেইল পেলিশের বোতলের মুখে রেখে গ্লিটার এবং আইস্যাডো ঢালুন। এবার একটি ছোট কাঠি দিয়ে ভালোভাবে মেশান।

এইতো তৈরি হয়ে গেল আপনার পছন্দের নেইল পলিশ। এখন থেকে নিজের তৈরি নেইল পলিশেই নখ রাঙিয়ে নিন। আর বাজার থেকে কিনতে হবে না।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।