ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

যে কোনো অনুষ্ঠানে ফুডপান্ডা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪
যে কোনো অনুষ্ঠানে ফুডপান্ডা

রাজধানীর অন্যতম পুরনো ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত পুনর্মিলনীতে সাবেক ও বর্তমানদের মেলবন্ধনে দারুণ ভাবে জমে উঠেছিল।

পুনর্মিলনীতে মজার মজার আর ঐতিহ্যবাহী সব খাবার পরিবেশন ও সরবরাহের ব্যবস্থা করে অনলাইনভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান ফুডপান্ডা।

পুনর্মিলনীতে ফুডপান্ডার ব্যবস্থাপনায় স্টল স্থাপন করে নান্না বিরিয়ানী, লাইভ কিচেন, ধাবা, কজমো, কুকার্স কিচেন, হট ব্রেড, হামজা বারবিকিউ, লালবাগ তেহেরিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান।

ফুডপান্ডা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আব্রিন রেজা বলেন, ‘গত বছরের নভেম্বর থেকে ফুডপান্ডা ঢাকায় সেবা দিচ্ছে। ওয়েবসাইট ছাড়াও মোবাইল অ্যাপসের মাধ্যমে আগ্রহীরা খাবারের অর্ডার দিচ্ছেন এবং সঠিক সময়ে বুঝে পাচ্ছেন। ’

যে কোনো ধরনের অনুষ্ঠানে খাবারের দায়িত্ব নিশ্চিন্তে ছেড়ে দিতে পারেন ফুডপান্ডা’র ওপর। বিস্তারিত www.foodpanda.com.bd

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।