ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

সৌন্দর্যে আভিজাত্য

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জুন ২৮, ২০১৪
সৌন্দর্যে আভিজাত্য

নারীর সৌন্দর্য প্রকাশে গহনার ব্যবহার শুধু নিজের নয় পরিবারের সামাজিক অবস্থা ও রুচিরও জানান দেয়। গহনা নারীর যেমন সখের বস্তু তেমনি সম্পদও বটে।

আর প্রিয়জনকে খুশি করার জন্যও গহনার কদর তো সব সময়ই রয়েছে।  

কানিজ। মার্কেটের এ পাশ থেকে ওপাশ ঘুরছেন। কী কিনবেন মায়ের জন্য। জন্মদিন বলে কথা। একটু আলাদা কিছ’। কিন্তু বাজেট সীমিত। স্বর্ণের কানের দুল হলে মন্দ হয় না। আর তা যদি হয় সীমিত খরচে তাহলে তো কথাই নেই। ছোট কানের দুল মাত্র আড়াই হাজার টাকায় পেয়েও গেলেন।

উর্ধ্বগতির বাজারে স্বর্ণ বা ডায়মন্ডের অলংকারকে মধ্যবিত্তরা স্বপ্নের মতো ভাবলেও একটু চিন্তা করলেই সীমিত খরচে নিজেকে সাজিয়ে  নিতে পারেন মনের মতো করে। বিশেষ করে কলেজ বা বিশ্ববিদল্যায় পড়–য়া শিক্ষার্থীদের টিপটপ সাজে আংটি ও কানের দুলের যেন তুলনা হয়না। দৃষ্টি নন্দন কানের দুল আমাদের ফ্যাশনে যোগ করে বাড়তি মাত্রা।  

জেনে অবাক হবেন মাত্র ১০ হাজার টাকায়ই পাওয়া যায় স্মার্ট ডিজাইনের দারুণ ফ্যাশনেবল হীরার কানের দুল।

কর্পোরেট দুনিয়ায় একটু স্মার্ট না হলে তাল মিলিয়ে চলা বেশ কঠিন। তাই সাজটাও হতে হয় আলাদা।

বায়িং হাউজের মার্চেন্ডাইজার মৌ বলেন, যাই বলেন না কেন সব কিছুর পর হাতে একটু আংটি না হলে চলেই না। এই ধরুন কম্পিউটারে কাজ করা বা হাতে কলমে লেখার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা চোখে পড়ে, তা হলো আংটি। এক্ষেত্রে ডায়মন্ডের আভিজাত্যটাই আলাদা বলে মন্তব্য করেন মৌ।

পাতলা আংটিতে ছোট পাথরের কাজ করা আংটি সুলভ মূল্য পেতে পারেন যে কেউ। এতে খরচ পড়বে ৫ হাজার টাকা থেকে ১৬ হাজার টাকার মধ্যে। এর মধ্যে আংটিতে কিছুটা মিনা রং করাও থাকতে পারে।

ডায়মন্ডের আংটিও কিন্তু দাম শুরু মাত্র ১০ টাকা হাজার থেকে। ডিজাইন ও ডায়মন্ডের মানের ওপর নির্ভর করে দাম ওঠা নামা করে। ভাবছেন পাবেন কোথায়, আল-হাসান ডায়মন্ড গ্যালারি লি.-তে পাবেন চাহিদা মত সব ধরনের গহনা।  

চাকরিজীবী নারীদের বেশির ভাগেরই পোশাক পছন্দের তালিকায় প্রথমে রয়েছে শাড়ি। শাড়ির সাথে নাকফুল বেশ গুরুত্বপূর্ণ অলংকার। আর যদি হোন নতুন বিবাহিত তাহলেতো কথাই নেই। তবে স্বর্ণ আর ডায়মন্ডের দাম নিয়ে যে বেশি চিন্তিত হতে হবে, এমনটা নয়। একটু মাথা খাটালেই স্বর্ণের ছোট নাকফুল পেয়ে যাবেন ৮০০  টাকায়। যদি একটু পাথর বসানো নাকফুল চান তাহলে কিন্তু খরচটা পড়বে  দেড় হাজারের বেশি। এমটাই জানা যায় আড়ং এর ক্রেতা নাদিয়া জাহানের কাছ থেকে।

আর ডায়মন্ড ডাস্টের নাকের ফুল মাত্র ২ হাজার টাকা থেকে শুরু।

আংটি, কানের দুল নাকের ফুল যাই হোক না কেনো গলায় একটা লকেট আর হাতের এক জোড়া চুড়ি হলে কিন্তু পুরো ষোল আনা। একটা পাথর দেয়া কিংবা হালকা কোনো ডায়মন্ডের লকেট কিনতে ক্রেতাদের খরচ পড়বে ৬ হাজার টাকা থেকে ১২ হাজার টাকার মধ্যে।

চুড়ি কিনতে খরচ একটু বেশি। ২১ ক্যরেটের চিকন দুটি চুড়ি কিনতে প্রায় লাখ টাকা প্রয়োজন। তবে অর্ডার দিয়ে চাহিদা মতো চুড়ি কিছুটা কম খরচেই করে নেয়া যায় বলে জানিয়েছেন আল- হাসান ডায়মন্ড গ্যালারির মার্কেটিং ম্যানেজার হুমায়ুন হাবিব।

বন্ধুরা যে গহনাই কিনবেন, অবশ্যই জুয়েলারির মেমো সংরক্ষণ করবেন।

সুলভ মূল্যে মানসম্মত গহনার সম্ভার https://www.facebook.com/AlHassanDiamondGallery

ঊর্মি মাহবুব
স্টাফ করেসপন্ডেন্ট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।