ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

সৌন্দর্য সেবায় ছাড়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৪
সৌন্দর্য সেবায় ছাড়

ওমেন্স গ্লামার ওয়ার্ল্ডে ছাড়
পবিত্র ঈদকে সামনে রেখে সময়ের অন্যতম আধুনিক পার্লার ধানমন্ডির ওমেন্স গ্লামার ওয়ার্ল্ড দিচ্ছে বিশেষ ছাড়। রমজানের পুরোটা জুড়ে যে কোনো কাজ করালেই থাকছে ফ্রি ঈদ মেহেদী।



এছাড়া ব্রাইডাল মেকআপের সঙ্গে পার্টি মেকআপ, বডি সাইনিং ম্যাসাজের সঙ্গে হেয়ার স্পা অথবা নরমাল ম্যাসাজ এবং হেয়ার রিবন্ডিংয়ের সঙ্গে হেয়ার কাট পাবেন একদম ফ্রি।

পাশাপাশি ওমেন্স গ্লামার ওয়ার্ল্ডে ফেসিয়াল, হেয়ারট্রিটমেন্ট স্পাসহ সব ধরনের সেবাতেই পাবেন সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়। ঠিকানা : বাসা : ৮৪, রোড : ৭/এ, সাত মসজিদ রোড ধানমন্ডি। ফোন : ০১১৯৩-৩৩০৯৫২

ঈদে হেয়ার ক্রেজে বিশেষ অফার
ছেলেদের সৌন্দর্যচর্চায় পবিত্র ঈদকে সামনে রেখে হেয়ার ক্রেজ দিচ্ছে বিশেষ অফার।

হেয়ারকাট এবং সেভ এর সঙ্গে ফ্রি পাবেন শ্যাম্পু ওয়াশ এবং ফেস ওয়াস, গোল্ড এবং শাহনাজ ফেসিয়ালের সঙ্গে ফ্রি পাবেন হেয়ারকাট।

আর এক বছরের জন্য হেয়ারস্ট্রেইট করালে ফ্রি পাবেন এক বছরের হেয়ার ট্রিটমেন্ট। এছাড়া পেডিকিউর, মেনিকিউর, বডি ম্যাসাজ এবং পার্টি মেকআপসহ অন্যান্য সেবায় থাকছে ২০% পর্যন্ত ছাড়।

ফোন : ০১৮৩০-২৮৫২০১।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।