ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ঈদ প্রদর্শনী

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৪
ঈদ প্রদর্শনী ছবি: সংগৃহীত

সামনেই ঈদ, শুরু হয়ে গেছে পোশাক কেনার ধুম। এর মধ্যে ফ্যাশন সচেতন সবাই খুঁজছেন নতুন ও রুচিশীল ডিজাইনের পোশাক।

অনেকেই ঘুরে আসছেন ফ্যাশন হাউসগুলোতে। যারা বেশি ব্যস্ত তারা অনেকেই এবার অনলাইনের মাধ্যমেই সেরে নিচ্ছে প্রয়োজনীয় কেনাকাটা।

আর দিন দিন অনলাইনে গড়ে ওঠা শপগুলোর চাহিদা এবং জনপ্রিয়তা বাড়ার ফলে আরও বেশি ক্রেতার কাছে পণ্য পৌঁছে দিতে আয়োজন করা হয়েছে ইরা ঈদ প্রদর্শনীর।

রাজধনীর গুলশানে ইএফইএস রেস্টুরেন্টে আগামী ১৭ ও ১৮ জুলাই মোট ৩১টি স্টলে এই প্রদর্শনী চলবে।

প্রদর্শনীতে দেশি জামদানী শাড়ি, সালোয়ার-কামিজ, ছেলেদের ফতুয়া-পাঞ্জাবি এবং ছোটদের পোশাকের পাশাপাশি বিদেশি পোশাকও পাওয়া যাবে।

এছাড়াও প্রয়োজনীয় গৃহস্থালী পণ্য, বিছানার চাদর, পাট ও চামড়ার ব্যাগসহ নানা সামগ্রী পাওয়া যাবে।

প্রায় অর্ধশত নতুন উদ্যোক্তার অংশগ্রহণে এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে।

বিয়ে আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। আর আমাদের দেশে ঈদের পরে বেশি বিয়ের অনুষ্ঠান হয়ে থাকে। বিয়ের উৎসবকে আকষর্ণীয় ও স্মরণীয় করতে প্রদর্শনী উপলক্ষে বিয়ের ছবি এবং ভিডিও প্যাকেজ ঘোষণা করেছে রঙ ফটোগ্রাফি প্রতিষ্ঠান। এখানে বুকিং দিলেই গ্রাহক পাবেন বিশেষ ছাড়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।