ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ফুডপান্ডা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪
সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ফুডপান্ডা

এই রোজায় সুবিধাবঞ্চিত শিশুদের সেহরি ও ইফতারের ব্যবস্থা করছে ই-কমার্স প্রতিষ্ঠান ফুডপান্ডা। ‘হেপিনেস ইজ শেয়ারিং’ স্লোগানের এই উদ্যোগে ফুডপান্ডা একটি তহবিল গঠন করেছে।

যে তহবিলের মাধ্যমে প্রতিদিন রাজধানীর সুবিধাবঞ্চিত শিশুদের সেহরি ও ইফতার দেওয়া হচ্ছে।

এবিষয়ে ফুডপান্ডা বাংলাদেশের পরিচালক আমব্রিন রেজা বাংলানিউজকে বলেন, ‘রমজান শুধু সংযমের মাস নয়, এটি আনন্দ উদযাপন ও সহমর্মী হওয়ার মাস। সামাজিক দায়বদ্ধতা থেকে ফুডপান্ডা এই উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের একটু হলেও আনন্দ দিতে চাই। ’

ফুডপান্ডার এই উদ্যোগে যে কেউ অংশ নিতে পারবেন। পুরো রমজান মাস জুড়ে এই সেবা অব্যাহত থাকবে।

বর্তমানে বাংলাদেশ ছাড়াও ভারত, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, রাশিয়াসহ পৃথিবীর ৪৬টি দেশে খাবার সরবরাহের সেবা দিচ্ছে ফুডপান্ডা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।