ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়া আ.লীগের আহ্বায়ক কমিটি গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
মালয়েশিয়া আ.লীগের আহ্বায়ক কমিটি গঠন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এম রেজাউল করিম রেজাকে আহ্বায়ক করে মালয়েশিয়া আওয়ামী লীগের ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠনে সম্মতি দেন।

পরে এতে স্বাক্ষর করেন আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান।

কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।

মাগুরা জেলার বাসিন্দা রেজা ২০০৩ সালে ঘোষিত মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হয়েছিলেন।

আহ্বায়ক কমিটির অন্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক হলেন-কুমিল্লার মো. ওয়াহিদুর রহমান, পিরোজপুরের কামরুজ্জামান কামাল, নারায়ণগঞ্জের রাশেদ বাদল, যশোরের শাহীন সর্দার, চাঁদপুরের মো. মোস্তফা তালুকদার এবং ফরিদপুরের মো. মাহাতাব খন্দকার। কমিটিতে সদস্য রয়েছেন ২৪ জন।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ