ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

দ.কোরিয়া ফেরত তিন শতাধিক বাংলাদেশিকে টাকা দিতে খুঁজছে এইচআরডি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
দ.কোরিয়া ফেরত তিন শতাধিক বাংলাদেশিকে টাকা দিতে খুঁজছে এইচআরডি

ঢাকা: দক্ষিণ কোরিয়া ফেরত তালিকাভুক্ত তিন শতাধিক বাংলাদেশি কর্মীকে বিমার টাকা ফেরত দেওয়ার লক্ষ্যে খুঁজছে ঢাকার এইচআরডি কোরিয়া ইপিএস সেন্টার।

২০০৮ সাল থেকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) মাধ্যমে কর্মীরা বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়াতে যাচ্ছেন।

এ পর্যন্ত ২৭ হাজার ৫৬১ জন কর্মী কোরিয়াতে গিয়েছেন।  

কোরিয়া সরকারের নিয়ম অনুযায়ী সব কর্মীকে বিমার আওতাধীন হতে হয় এবং কোরিয়া থেকে ফেরত আসার সময় সেই বিমার অর্থ নিয়ে আসতে হয়। কিন্তু কর্মীদের অনেকে সেই বিমার অর্থ ফেরত নিয়ে আসতে ভুলে যান।  

এরকম তিন শতাধিক বাংলাদেশি কর্মী বিমার টাকা পাবেন। এর পরিমাণ মাথাপিছু ৩০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

এইচআরডি কোরিয়া সেই কোরিয়া ফেরত ইপিএস কর্মীদের বিমার অর্থ ফিরিয়ে দিতে দীর্ঘ দশ বছর যাবত বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নিরলসভাবে কর্মীদের খোঁজ করে যাচ্ছেন।  

এমন কর্মীদের একটি তালিকা এইচআরডি কোরিয়া ইপিএস সেন্টার ইন বাংলাদেশের ফেইসবুক পেজে নভেম্বর ৩০ প্রকাশ করা হয়েছে।

তালিকার সবাই আবেদন করতে পারবেন বিমার অর্থের জন্য। এ ছাড়া তালিকাভুক্ত কেউ যদি জীবিত না থাকেন, সেক্ষেত্রে বিবাহিত হলে স্ত্রী কিংবা সন্তান-সন্ততি, অবিবাহিত হলে বাবা-মা যথোপযুক্ত প্রমাণসহ আবেদন করতে পারবেন। ই-মেইলের ([email protected]) মাধ্যমে তাদের যোগাযোগ বা আবেদন করতে হবে ।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২

টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।