ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাইনি চিকিৎসক না থাকায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
গাইনি চিকিৎসক না থাকায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন না গাইনি চিকিৎসক বা বিশেষজ্ঞ। এ সময় কর্তব্যরত নার্সের সহায়তায় এক গৃহবধূর নরমাল ডেলিভারির পর নবজাতকের মৃত্যু ঘটেছে।

 

শনিবার (০৩ ডিসেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে।  

চিকিৎসক না থাকায় অনভিজ্ঞ নার্স দিয়ে ডেলিভারি করানোয় শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মৃত শিশুর বাবা বিপ্লব পাইক জানান, আমার স্ত্রী'র প্রসব বেদনা উঠলে ভোররাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। গাইনি চিকিৎসক না থাকায় নরমাল ডেলিভারির চেষ্টা করেন নার্স। ওই সময়েই আমার বাচ্চা মারা যায়। মায়ের গর্ভে আমার বাচ্চা সুস্থ ছিল। ডেলিভারির পরেই সে মারা যায়। আমি সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার চাই।  

তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নার্স নিহারিকা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই শিশুটি মারা গেছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রণয় মান্না বলেন, শিশুটি তার মায়ের পেটের ভেতর মলত্যাগ করে দিয়েছিল। শিশুটি ভূমিষ্ঠের পর সেটা বোঝা গেছে।  ধারণা করছি স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই শিশুটি তার মায়ের পেটে মারা গেছে।

বাংলাদেশ সময় : ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।