ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে মারা গেলেন বৃদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে মারা গেলেন বৃদ্ধ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী এক বৃদ্ধ মারা গেছেন মৃত্যু হয়েছে।   রোববার (১৮ ডিসেম্বর) সকালে নাচোল রেল স্টেশন চত্ত্বরে এ দুর্ঘটনা ঘটে।

ওই বৃদ্ধের নাম হুসেন আলী (৬২)। তিনি নাচোল পৌর এলাকার ২নং ওয়ার্ডের  গুঠইল গ্রামের মৃত সাইফুদ্দীন আলীর ছেলে।

২ নং ওয়ার্ড কাউন্সিলর সফিকুল ইসলাম জানান,  রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার ট্রেনটি রোববার বেলা পৌনে ১১টার দিকে নাচোল রেলস্টেশনে ঢুকছিল। এ সময় প্লাটফর্ম থেকে  হুসেন আলী রেললাইন পার হতে গেলে ট্রেনের নিচে কাটা পড়ে দেহ দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে খবর পেয়ে আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর আতাউর রহমান ঘটনাস্থলে এসে সুরতহাল শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।