ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিসিকে ৯ স্বাস্থ্যকেন্দ্র চালু হচ্ছে আজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
সিসিকে ৯ স্বাস্থ্যকেন্দ্র চালু হচ্ছে আজ

সিলেট: নগরবাসীর প্রাথমিক সেবা নিশ্চিতকরণে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বিভিন্ন ওয়ার্ডে নয়টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু হচ্ছে।  

ইউনিসেফের সহযোগিতায় সিসিকের নিজস্ব ব্যবস্থাপনায় এসব প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালিত হবে মঙ্গলবার (২০ ডিসেম্বর)।

 

সোমবার (১৯ ডিসেম্বর) সিলেট সিটি করপোরেশন গণসংযোগ দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  

এতে বলা হয়েছে, সিসিকের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পীরমহল্লা, ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলায় মদিনা হাউজিং, ১৯ নম্বর ওয়ার্ডের দপ্তরিপাড়া ও ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খোজারখলায় মঙ্গলবার প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু হবে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী মঙ্গলবার বেলা ১১টায় সিসিকের ১৯ নম্বর ওয়ার্ডের দপ্তরিপাড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন করবেন। একই দিনে অপর তিনটি স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম চালু করা হবে। এরপর নগরে আরও পাঁচটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হবে।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।