ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে বন্দরের ২ নম্বর মাধপপাশা এলাকায় একটি তারকাটা ফ্যাক্টরির চোরাই সংযোগ দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

তিনি ওই এলাকার ফারুকের ছেলে।
 
নিহতের ভাই রকি জানান, এলাকার মৃত আলী বাহার মেম্বারের ছেলে আক্তার হোসেনের মালিকানাধীন তারকাটা ফ্যাক্টরিতে কাজ করতো তার ভাই। প্রতিষ্ঠানের চোরাই বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।