ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
গোপালগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী আমানউল্লাহ বিশ্বাস (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের অপর ৪ যাত্রী আহত হয়েছেন।

এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
 
রোববার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাট্রাইধোপা এলাকায় দুলাল সাহা বাস স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমানউল্লাহ বিশ্বাস কাশিয়ানী উপজেলার বাথানডাঙ্গা গ্রামের আব্দুল বিশ্বাসের ছেলে। আহতরা সবাই একই পরিবারের সদস্য।  

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক শরিফুল ইসলাম জানান, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলানা মহাসড়কের কাশিয়ানীর বাথানডাঙ্গাগামী একটি ব্যাটারিচালিত যাত্রীবাহী বাস ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং আমানউল্লাহ নামে এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এ সময় ইজিবাইকের অপর ৪ যাত্রী আহত হয়েছেন। এরা একই পরিবারের সদস্য। মামা বাড়ি কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া থেকে তারা নিজেদের বাড়ি একই উপজেলার বাথানডাঙ্গা যাচ্ছিল বলে জানা যায়।  

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।