ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে হেরোইনসহ মাদককারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদককারবারি আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মহাসড়কে অভিযান চালিয়ে ২৩৯ গ্রাম হেরোইনসহ সাইফুল ইসলাম (৩৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদস্যরা।  

রোববার (২৫ ডিসেম্বর) রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সদর উপজেলার সয়দাবাদ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের দক্ষিণপাশে এ অভিযান চালানো হয়।

 

আটক সাইফুল ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চরবয়ারমারী আমিনপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।  

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মুহিদুর রহমান খাঁন এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইফুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৩৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে যার মূল্য প্রায় ২৪ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে মাদক সরবরাহ করে আসছিলেন। এ ব্যাপারে মামলা দায়েরের পর বঙ্গবন্ধু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।