ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কে আগুন, ছয় দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কে আগুন, ছয় দোকান পুড়ে ছাই

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের জোহান ড্রিম ভ্যালি পার্কের সামনের কসমেটিক ও খেলনার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

বুধবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে ছয়টি দোকান পুড়ে ছায় হয়ে গেছে।

স্থানীয়রা জানান, শীতের মৌসুমে হাজার হাজার দর্শনার্থী বেড়াতে আসে এ পার্কে। এখানে কসমেটিক ও খেলনার দোকানে রয়েছে। প্রতিদিন লাখ লাখ টাকার জিনিসপত্র ও মালামাল বিক্রি হয়ে থাকে।
 
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুস সালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। তবে ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব হচ্ছে না।  

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।