ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বকেয়া বেতনের দাবিতে রেশম কারখানা শ্রমিকদের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
বকেয়া বেতনের দাবিতে রেশম কারখানা শ্রমিকদের বিক্ষোভ

রাজশাহী: ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে রাজশাহী রেশম কারখানার শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী রেশম কারখানার সামনে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এছাড়াও সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

বিক্ষোভ কর্মসূচি চলাকালে শ্রমিকরা জানান, রাজশাহী রেশম কারখানায় অর্ধশত শ্রমিক দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন। তারা দৈনিক ৩০০ টাকা বেতন পেলেও গত ছয় মাস ধরে তাদের সেই বেতনও বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় তারা পরিবার-পরিজন নিয়ে চরমক বিপাকে পড়েছেন।

অর্থ সংকটে মানবেতর জীবনযাপন করছেন বলেও জানান রেশম কারখানার কর্মচারীরা। বকেয়া বেতন পরিশোধ করা না হলে তারা কারাখানার পুরো কাজ বন্ধ করে দেবেন বলেও হুঁশিয়ারি দেন।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।