ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

৮৮ চোরাই মোবাইলসহ আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
৮৮ চোরাই মোবাইলসহ আটক ৬

ঢাকা: রাজধানীর শাহবাগ এলাকা থেকে মোবাইল চোরাকারবারী চক্রের মূলহোতা মো. ফারুক মোল্লাসহ (৫০) ছয় সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৮৮টি চোরাই মোবাইল ফোন ও  নগদ ১০ হাজার ৫৮৫ টাকা জব্দ করা হয়েছে।

আটক বাকিরা হলেন- মো. ইমরান খাঁন (২৪), মো. মিলন (২৫), মো. পারভেজ দফাদার (২২), মো. শাম্মু (৩২) ও মো. আবু হানিফ (৩০)।

র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, দীর্ঘদিন ধরে নজরদারির ধারাবাহিকতায় মোবাইল চোরাকারবারী চক্রের মূলহোতা মো. ফারুক মোল্লাসহ ছয়জনকে শাহবাগ থেকে শুক্রবার রাতে আটক করা হয়েছে।

তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল কেনা-বেচা করে আসছে। তাদের নামে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।