ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
চাঁদপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

চাঁদপুর: জেলার হাজীগঞ্জ পূর্ব বাজার ব্রিজ এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে একটি কাভার্ড ভ্যান ও ডাকাতির সরঞ্জামসহ আটক করা হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর চাঁদপুর আদালতে পাঠিয়েছে হাজীগঞ্জ থানা পুলিশ।

এর আগে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সন্দেহজনকভাবে কাভার্ড ভ্যানটিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা থেকে পিছু নিয়ে এক কিলোমিটার পরে হাজীগঞ্জ পূর্ব বাজার থেকে পুলিশ আটক করতে সক্ষম হয়।

আটকরা হলেন- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সুদিয়া হাজী বাড়ির আনোয়ার হোসেনের ছেলে ডাকাত সর্দার খাজা আহম্মদ, শাহরাস্তি উপজেলার বাটনীখোলা গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে কামাল হোসেন, কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভবেরচর গ্রামের মৃত আবদুল আউয়ালের ছেলে নজরুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব পুংকাবা গ্রামের আ. লতিফের ছেলে জহির।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রব ও পুলিশের টহল সদস্যরা এ অভিযান করেন। পরে কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ডাকাতির সরঞ্জামসহ তাদেরকে থানায় নিয়ে আসা হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক হওয়া ডাকাত সদস্যরা দীর্ঘ দিন ধরে এ কাভার্ড ভ্যানটি দিয়ে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় ডাকাতি করে আসছিলো। সাধারণত গরু ও বিলের মধ্যে একা বসতবাড়ি পেলে সেই বাড়িতে তারা ডাকাতি করত। আটকদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও চুরির ঘটনায় কমপক্ষে আট থেকে ১০টি করে মামলা আছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।