ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সবুজবাগে অপহৃত কিশোরীদের উদ্ধার, গ্রেফতার ২

স্টাফ করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
সবুজবাগে অপহৃত কিশোরীদের উদ্ধার, গ্রেফতার ২

ঢাকা: রাজধানীর সবুজবাগ এলাকা থেকে অপহৃত দুই ভুক্তভোগীকে উদ্ধার করেছে র‍্যাব। এসময় গ্রেফতার করা হয়েছে অপহরণ চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে।

গ্রেফতাররা হলেন- চক্রের মূলহোতা মো. রাফসান হোসেন অভি (১৭) ও মো. জুনায়েদ (১৭)।

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে র‍্যাব-৩ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর সবুজবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে অপহৃত ভুক্তভোগী দুই কিশোরীকে উদ্ধার করা হয়।

র‍্যাব-৩ এর সিও জানান, গ্রেফতার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধের বিষয়টি স্বীকার করেছেন।

তিনি বলেন, ভুক্তভোগীরা যখন মাদরাসায় যাতায়াত করতেন আসামিরা তাদের উত্যক্ত করতেন। এছাড়াও বিভিন্ন কুপ্রস্তাব দিতেন। এক পর্যায়ে তাদের কুপ্রস্তাবে রাজি না হলে তারা দুই কিশোরীকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়।

পরে ভুক্তভোগীদের পরিবার থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করলে র‍্যাব-৩ এর তৎপরতায় তাদের উদ্ধার করা হয় এবং দুই অপহরণকারীকে গ্রেফতার হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এসজেএ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।