ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় দুই শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
ফতুল্লায় দুই শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ফতুল্লায় একটি আবাসিক এলাকায় দুই শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে ফতুল্লার ভুঁইগড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ২৬টি বাড়ির দুই শতাধিক অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও রাইজার।

ইলোরা ইয়াসমিন জানান, মাদানীনগর আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছে। ইতোপূর্বে দুবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও প্রভাবশালীরা পুনরায় সংযোগ স্থাপন করছে। পরে যাতে আর অবৈধ সংযোগ নিতে না পারে তার জন্য তিতাসের মূল বিতরণ সংযোগটি সিলগালা করে দেওয়া হয়েছে।

এছাড়া অবৈধ সংযোগ স্থাপনকারীদের চিহ্নিত করে তাদের নামে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।