ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ স্থাপনের সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ স্থাপনের সুপারিশ

ঢাকা: বিমানবন্দরে নির্ধারিত ফি দিয়ে সাধারণ যাত্রীদের ভিআইপি লাউঞ্জ সুবিধার জন্য অস্থায়ী ভিআইপি লাউঞ্জ স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার (৫ মার্চ) জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতির আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন।

বৈঠকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রস্তুত করা ‘বাংলাদেশের পর্যটন মহাপরিকল্পনার খসড়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।  

এ সময় কমিটির গৃহীত সুপারিশ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

এ বৈঠকে বিমানবন্দরে নির্ধারিত ফি দিয়ে সাধারণ যাত্রীরা যাতে ভিআইপি লাউঞ্জ সুবিধা নিতে পারে, সেজন্য অস্থায়ী ভিআইপি লাউঞ্জ স্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।