ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সীতাকুণ্ডের অক্সিজেন প্ল্যান্টে নিহত সালাউদ্দিনের পরিবারকে আর্থিক সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
সীতাকুণ্ডের অক্সিজেন প্ল্যান্টে নিহত সালাউদ্দিনের পরিবারকে আর্থিক সহায়তা

লক্ষ্মীপুর: চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণের ঘটনায় নিহত লক্ষ্মীপুর জেলার কমলনগরের মো. সালাউদ্দিনের (৩৩) পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (৬ মার্চ) লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দের পক্ষে ২০ হাজার টাকা প্রদান করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস।

এ সময় চর লরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন মাস্টার উপস্থিত ছিলেন।

এর আগে রোববার (৫ মার্চ) বিকেলে সালাউদ্দিনের মরদেহ বুঝে পান তার পরিবারের লোকজন। দুর্ঘটনার পর খবর পেয়ে বাবা মহিজল তার অন্য দুই ছেলে সবুজ হোসেন ও রাকিব হোসেনকে নিয়ে সীতাকুণ্ডে ছুটে গিয়ে ছেলের মরদেহ বাড়ি নিয়ে আসেন। রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত সালাউদ্দিন কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহিজল হকের বড় ছেলে। তিনি অক্সিজেন প্ল্যান্টের গাড়ি চালক ছিলেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার পাঠানো টাকাতেই চলতো দরিদ্র পরিবারের সংসার। ঘরে তার বাবা, সৎমাসহ দুই ভাই ও তিন বোন রয়েছে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস জানান, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় মো. সালাউদ্দিনের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: পরিবারে একমাত্র ভরসা ছিল সীতাকুণ্ডে নিহত সালাউদ্দিন

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।