ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সিটিটিসির ৩ কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সিটিটিসির ৩ কর্মকর্তা

ঢাকা: বোমা বিশেষজ্ঞ হিসেবে প্রথমবারের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বোম্ব টেকনিশিয়ানস অ্যান্ড ইনভেস্টিগেটরস (আইএবিটিআই)-এ যুক্ত হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দলের তিন কর্মকর্তা।

তারা হলেন—অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রহমত উল্লাহ চৌধুরী, পুলিশ পরিদর্শক এসএম রাইসুল ইসলাম ও সাব-ইন্সপেক্টর মো. রফিক উদ্দিন।

সোমবার (০৬ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ২০১৪ সালে তারা তিনজন যুক্তরাষ্ট্র থেকে এ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন। আন্তর্জাতিক প্ল্যাটফর্ম আইএবিটিআই-এর সদস্যপদ পেতে প্রথমে আবেদন করতে হয়। আইএবিটিআই কর্তৃপক্ষ দীর্ঘদিন যাচাই-বাছাই শেষে তাদের প্ল্যাটফর্মে অন্তর্ভুক্তির অনুমোদন দেয়। এ ক্ষেত্রে প্রশিক্ষণ, পরিশ্রম ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করা হয়।

সদস্যপদ লাভ করার পর সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা বাংলাদেশকে আইএবিটিআই-এর অঞ্চল-৭-এ অন্তর্ভুক্তির আবেদন করেন। আইএবিটিআই কর্তৃপক্ষ আবেদনটি যাচাই-বাছাই শেষে অঞ্চল-৭-এ বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করে।

আইএবিটিআই বিশ্বব্যাপী আধুনিক প্রযুক্তির সম্বন্বয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। প্রতি বছর বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার আয়োজন করে। এখন থেকে সিটিটিসির বোবা নিষ্ক্রিয়করণ দলের এই তিন কর্মকর্তা বিদেশের মাটিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।